পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। s”. কলেজ প্রতিষ্ঠ, ভারতে ঈমারের প্রথম প্রচলন ও বর্তমান পেনাঙ্গ-কোড, বা ফৌজদারী-দণ্ডবিধি-আইনের খসড়া প্রস্তুত হয়। - ধরিতে গেলে, এই লর্ড উইলিয়াম বেণ্টিঙ্ক সমগ্র ভারতবর্ষের প্রথম বর্ণর-জেনারেল। কারণ ইহঁার পূর্ববর্তী শাসনকৰ্ত্তাগণের পদবী ছিল— “Governor General of the Presidency of “Fort William in Bengal.” বিলাতে প্রত্যাগমনের পর, ইনি পালীমেন্টের সদস্যপদে নিৰ্ব্বাচিত হইয়াছিলেন। ৬৫ বৎসর বয়সে, ফ্রান্সের প্যারী-নগরীতে ইহঁর মৃত্যু হয়। ওয়ারেণ-হেষ্টিংস। টাউনহলের বারান্দায়-বঙ্গদেশের প্রথম গবর্ণর-জেনারেল ওয়ারেণ । হেষ্টিংস সাহেবের, স্ববৃহৎ শ্বেতমশ্বর নিৰ্ম্মিত প্রতিমূৰ্ত্তি স্থাপিত আছে। ইংরাজাধিকারের প্রথম গবর্ণর-জেনারেল হেষ্টিংস, এদেশের লোকের নিকট বিশেষভাবে পরিচিত ছিলেন। এখনও—সুদূর পশ্চিম-প্রদেশে উাহার নামে রচিত – “হাতীপৰ্ব হাওদা, ঘোড়েপৰ্ব জীন, জলদি যাও, জলদি যাও, ওয়ারেণ-হষ্টিন।” এই কবিতাটি অনেকের মুখে শুনা যায়। বোধ হয়, বেনারসের চেত, সিংহের ব্যাপারের সময়, এই কবিতাটা রচিত হইয়াছিল। পূৰ্ব্বেই বলিয়াছি, এই মূৰ্ত্তিটা শ্বেতমশ্বর প্রস্তরে নির্শিত। এই মূৰ্ত্তির এক পার্থে এক ব্রাহ্মণের মূৰ্ত্তি এবং অপর পার্থে এক মুসলমান মৌলবীর প্রতিকৃতি খোদিত আছে। স্যর রিচার্ড ওয়েষ্টমেকট বলিয়া একজন বিখ্যাত শি। এই প্রস্তরমূৰ্ত্তি প্রস্তুত করেন। এগার বৎসরকাল এদেশে শাসন-কর্তৃত্ব কবির, ওয়ারেণ-হেষ্টিংস, সমগ্র ভারতে ইংরাজের শাসনশক্তির প্রতিষ্ঠা করেন। বিলাতের ডেইল ফোর্ড নামক স্থানে ১৮১৮ খ্ৰীষ্টাক্ষে, ওয়ারেণ-হেক্টংসের মৃত্যু হয়। ওয়ারেণ-হেক্টংসের মৃত্যুর পর, বিলাতে তাহার আরও ছইটা গ্রন্থর-তৃপ্তি গঠিত হইয়াছিল। ইহার একটা, বর্তমানে ইণ্ডিয়া-অফিসে ও অপরটা, বিলতেয় সুপ্রসিদ্ধ ওয়েষ্টমিনিষ্টার-অাবিতে রক্ষিত। বর্তমান জজ-আদালতের পার্থে “হেষ্টিংস-হাউস” ও কলিকাতায় তাহার আবাসবাট এবং হেষ্টিংস-প্লট, আজও এদেশে হেষ্টিংসের নাম সাধারণের মনে: '|4क ५िभू। राष्ट्र । -