পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

அ কলিকতা সেকালের ও একালের । হিন্মুপক্ষের ক্রমাগত গোলাবর্ষণে, হুর্গ-প্রাচীর ভাদিয়া পড়িলে, হিমুগণ গ দখল করিলেন। যুদ্ধান্তে প্রতাপ পাটনা ও বিহার প্রদেশীয় জমীদারদের হস্তে, পাটনার শাসনভারাপণ করিয়া বিজয়ী বীররূপে, স্বরাজ্যে প্রত্যাগমন করেন। ভারতসম্রাট আকবরসাহ যখন শুনিলেন-বিদ্রোহী ভূইয়া প্রতাপাদিত্য পাটনা ও রাজমহল দখল করিয়া, মোগল-সেনাকে বিধ্বস্ত করিয়াছেন, তখন তিনি মহাক্রোধান্ধ হইয়া, আজিম-খী নামক এক সুদক্ষ মোগল-সেনাপতিকে প্রতাপের দমনের জন্য প্রেরণ করেন। আজিম-খী শক্তিশালী মোগলসেনা লইয়া, কয়েক মাস ধরিয়া ক্রমাগত: কুচকরিয়া, কলিকাতার নিকট শিবির স্থাপন করিলেন। এ সংবাদ প্রতাপের কর্ণগোচর হইল। পথিমধ্যে আজিম-খী, প্রতাপের সৈন্য হইতে কোন রূপ: বাধা প্রাপ্ত হন নাই। প্রতাপ-আজিমর্থীকে কৌশলে বন্দী বা বধ করিবার জন্যই, এই উপায়াবলম্বন করিয়াছিলেন। আজিম-খ। তাহা বুঝিতে না পারিয়া মনে মনে ভাবিলেন—প্রতিপক্ষীয়গণ শক্তির অভাবেই তাহাকে বাধা দিতেছে না। প্রতাপ একদিন গভীর রাত্রে, বিশ্বস্তচিত্ত আজিমখণর শিবির আক্রমণ করিলেন । প্রতাপসৈন্য, বীর-বিক্রমে সমস্ত রাত্রি ধরিয়া,মোগলদের সঙ্গে লড়িয়া, শত্রুদিগকে সম্পূর্ণ রূপে বিধ্বস্ত করিল। প্রতাপাদিত্যের জীবনচরিত লেখকের মতে,এই ভয়ঙ্কর যুদ্ধে প্রায় বিংশতি সহস্ৰ মোগলসৈন্য নিহত ও বন্দী হয়। এ ভীষণ যুদ্ধের পর, প্রচুর পরিমাণে যুদ্ধোপযোগী সামগ্রী ও নানাপ্রকার বহুমূল্য দ্রব্যে প্রতাপের রাজ-কোষ পূর্ণ হয়। এই অসম্ভব বিজয়াবার্তা–তড়িতগতিতে, সমস্ত বঙ্গে প্রধাবিত হইল। সকলেই একমুখে প্রতাপের অসীম শৌর্য্য-বীর্য্যের প্রশংসা করিতে লাগিলেন। - যুদ্ধ শেষ হইলে, প্রতাপ যুদ্ধ-নিহত মুসলমানগণের মৃতদেহ, সমাধিস্থ করিবার বন্দোবস্ত করিয়া, স্বরাজ্যে প্রত্যাগত হইলেন। সেকালের ঘটককারিকায় এই মহাযুদ্ধের একটা বিবরণ আছে। পাঠকের অবগতির জন্ম তাহা আমরা তাহ নিয়ে উদ্ধৃত করিলাম। •

  • জাজিমাগমন বাৰ্ত্তাং শ্রাপি স বৃপোত্তমঃ - अक्षांष९ निःश्नांtग्नन चरेमछ vब्रिtरुडेठ: । निछ%ांश उमाछू4-भांछिरया हि श्रिउी यशो । নিঃশ্বলংঘোর ঘামিষ্ঠামাক্রম্য তৎৰলংবলাৎ । *वंश रिरिचानश्वान् न ियूहंः। - অদ্ভুতং সমরং ঘোরং, কৃত্বাসে শমনোপমঃ। वि<*नश्थ tनछांनौ शांछद्रिस् कर्ण१ ठक्रां । *विभt *ोउबाषीन ठौड्रषष्ठन छूउरन। (यान्नैौन घककांत्रिका)