পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । ఫిషిD মালওয়া ও রাজপুতনায় ইনি প্রথমে রেসিডেন্টের কাজ করিতেন। ' নেপাল-যুদ্ধে ইহার স্বনাম ও যশঃপ্রতিভা সৰ্ব্বদিকে পরিব্যাপ্ত হয়। এই মঙ্গুমেন্টটা ১৫২ ফিট উচ্চ। ইহা নিৰ্ম্মাণ করিতে পয়ত্ৰিশ হাজার টাকা ব্যয় হয়। এই মন্থমেন্টের চুড়ার উপর উঠিলে, কলিকাতা সহরের দৃশ্য বড়ই সুন্দর দেখায়। কলিকাতার পুলিস-কমিশনার বাহাদুরের নিকট দরখাস্ত করিলে, এই মনুমেন্টের উপরে উঠিবার পাশ পাওয়া যায়। অক্টালোনি, সুপ্রসিদ্ধ সেনানী স্তর আয়ার কুটের আমল হইতে যুদ্ধকার্য্যে * ব্ৰতী হন। হাইদার আলির আমল হইতে, পরবর্তী অনেক বিখ্যাত যুদ্ধে, এই অক্টলেশনী বিজয় লাভ করিয়াছিলেন । ১৮২৬ খ্ৰীঃ অবো মাণ্টয় তাহার মৃত্যু হয়। জীবনের শেষাবস্থায় তিনি মাল্টার গবর্ণর হইয়াছিলেন। প্যানিয়টা ফাউণ্টেন t

  • ওল্ডকোর্ট হাউস ও এসপ্লানেড রোর निकै, একটা ফাউন্টেন বা সাধারণের জলপানের স্থান নিৰ্ম্মিত হইয়াছে। ডেমিটিয়াস প্যানিয়টা সাহেবের স্থায়ণার্থে, এই প্রশ্ৰবণটী সাধারণের ব্যবহারের জন্য ধৰ্ম্মতলার কর্জন-বাগানের মধ্যে প্রতিষ্ঠিত । এই প্যানিয়ট সাহেব ৪২ বৎসর কাল ধরিয়া, ভিন্ন ভিন্ন বড়লাট সাহেবদের সহকারী প্রাইভেট-সেক্রেটারীর কাজ করিয়া গিয়াছেন । এই প্রশ্ৰবণটা জয়পুরের মাৰ্ব্বেল-পাথরে প্রস্তুত । লর্ড কর্জনের চেষ্টাতেই এই স্মৃতিচিহ্নটা প্রতিষ্ঠিত হইয়াছে ।

লেডি কর্জনের ফাউণ্টেন। আমাদের ভূতপূৰ্ব্ব বড়লাট লর্ড কর্জনের প্রত্নী, পরলোকগত লেডী কর্ষনের স্থতিরক্ষার্থে, ধৰ্ম্মতলায় বর্তমান “কজন-পার্ক" নিৰ্ম্মিত হইয়াছে। এই কঙ্গন-পার্ক নামক ভ্রমণোদ্যানটী, ধৰ্ম্মতলার বর্তমান ট্রাম-আড্ডার পার্থে। এই স্থানে, পূৰ্ব্বে একটি সুবৃহৎ পুষ্করিণী ছিল। তাছা বুজাইয়া ফেলিয়া ও এস্প্লানেডের কয়েক বিঘা জমী লইয়া, এই ক্ষুদ্র পার্কটি প্রতিষ্ঠিত হয়। সন্ধ্যার পূৰ্ব্বে, অনেক ইংরাজ ও বাঙ্গালী এইস্থানে বেড়াইতে আসেন । উষ্ঠানটার চারিদিক লোহার-রেলিং দিয়া ঘেরা মধ্যে সুবিস্তৃত তৃণাচ্ছাদিত ভূমি ও কঙ্করময় ভ্রমণপথ। ১৯০৪ খ্ৰীঃ অৰে লেডী কর্জনের এক সাংঘাতিক পীড ছয় । সেই সময়ে কলিকাতাবাসিগণ র্তাহার জন্য যথেষ্ট সহানুভূতি প্রদর্শন করেন । এই জন্য লেডী-কর্জন, কলিকাতাৰাসীকে একট ·