পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెరిచి কলিকাতা সেকালের ও একালের । করিয়া দেন। বর্তমানের কালীপ্রতিমা স্মৃত্তিক-গঠিত। কিন্তু ইহার স্থাপয়িত সন্ন্যাসী যে,প্রস্তরমূৰ্ত্তি পূজা করিতেন, তাহীও নাকি এই মন্দিরের মধ্যে আছেMবাগবাজারে গঙ্গার ধারে, চিত্রেশস্ত্রী বলিয়া আর এক অতি পুরাকালের কালীঠাকুর বর্তমান। তখন এই চিৎপুর রোড অতি অপ্রশস্ত বনপথ মাত্র ছিল । - সন্ন্যাসী ও কাপালিকেরা এই জঙ্গলময় পথ ধরিয়া বর্তমান বেণ্টিঙ্কস্ট্রীটের মধ্যে দিয়া, চৌরঙ্গীর জঙ্গল-মধ্যস্থ অপ্রশস্ত পথাবলম্বনে কালীঘাটে আসিতে প্ৰ • পাকড়াশির শিবমন্দির ৷ مسسسست عسستنسخستستسسسسسسسسسسسسسسسسسسسسs۔ বহুবাজার কেণ্ডারড়াইন লেনের মধ্যে কয়েকটা শিবমন্দির দেখিতে পাওয়া যায়। এ মন্দিরগুলি পলাসী মহাসমরের পরে নিৰ্ম্মিত। লর্ড ক্লাইভের আমলে, যখন কলিকাতার নূতন দুর্গ, গড়ের মাঠের অধিকৃত স্থানে নিৰ্ম্মিত হইতে আরম্ভ হয়, সেই সময়ে ত্রিলোকরাম পাকড়াশী এই মন্দির ও নবরত্ব নিৰ্ম্মাণ করেন। পাকড়াশী মহাশয় ফোর্ট-উইলিয়াম দুর্গের দেওয়ানের পদে নিযুক্ত ছিলেন। একটা জনশ্রুতি এষ্ট, কেল্লার প্রাচীর ও গড়খাই প্রভৃতি নিৰ্ম্মাণের জন্য যেরূপ ভাবে ইষ্টক প্রস্তুত করান হইয়াছিল, পাকড়াশী মহাশয় সেইরূপ পাক ইট দ্বার, এই মন্দিরগুলি নিৰ্ম্মাণ করান। মন্দিরগুলির নিৰ্ম্মাণ প্রণালী ও ইষ্টকাদির ব্যবস্থা দেখিলে তাহা প্রকৃত বলিয়াই বোধ হয় । দেওয়ান অব ফোর্ট-উইলিয়ামের পদ, কোম্পানীর আমলে প্রথম স্থই হয় । এখন ইহার অস্তিত্ব লোপ হইয়াছে। বর্তমান গড়ের মাঠের কেল্লা বা নূতন ফোর্ট-উইলিয়াম নিৰ্ম্মাণের ভীর অনেক বাঙ্গালীর উপর ন্যস্ত হয়। ইহার লোকজন কুলীমজুর জোগান দিতেন, মালমসলা জোগাইতেন—এমরিত নিৰ্ম্মাণের তদারকী কাজ ও করিতেন । এই কাজ করিয়া—সেকালে দুইজন লোক প্রচুর বিত্তসঞ্চয় করিয়া ছিলেন। ইহাদের মধ্যে একজন ছৰ্গাচরণ পিতুড়ি ও অপর ব্যক্তি এই পাকড়াশী দেওয়ানজী। দুর্গাচরণ পিতুড়ির নাম, বৌবাজার পল্পীর একটা গলিতে সুরক্ষিত । আর পাকড়াশী মহাশয়ের নাম—এই শতাব্দী পূর্বে প্রতিষ্ঠিত নবরত্ব শিবমন্দিরগুলি আজও ঘোষণা করিতেছে । আনন্দময়ীর মন্দির নিমতলা ঘাটের পল্লীতে, এই দেবী আনন্দময়ীর মন্দির প্রতিষ্ঠিত আছে । এ মৃষ্টি বহুকালের পুরাতন—শতাধিক বৎসর পূৰ্ব্বে, একজন মোগন্ত