পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । NHI গঙ্গাতীরে সর্বপ্রথম এই যুক্তি প্রতিষ্ঠিত করেন। গদা—তখন বর্তমানু স্থাগুরোড পৰ্য্যন্ত প্রবাহিত ছিলেন। নিমতলার পুরাতন দাহঘাট ইহার পরিচয়। আনন্দময়ী সম্বন্ধে একটা কিম্বদন্তী আছে। এ কিম্বদন্তীটি এই— জগন্নাথ বলিয়া একজন লোক খড়ের ব্যবসা করিত। এই:জগন্নাথ, পূৰ্ব্বোক্ত মোহন্তের অতি ভক্ত ছিল। মৃত্যুর সময় মোহস্তষ্ঠাকুর—জগন্নাথের হন্তেই আনন্দময়ীর সেবার ভার দিয়া-যান। জগন্নাথের অবস্থা ভাল ছিল না বলিয়া, সে নারায়ণ মিশ্র নামক এক অবস্থাপন্ন ব্রাহ্মণকে, এই কালীস্থান ও তাহার পাশ্বস্থ জমী বিক্রয় করে । মিশ্র মহাশয় ঘোর শাক্ত ছিলেন । তিনি দেবীর নিত্যপূজার ও সেবার জন্য বিশেষ ব্যবস্থা করিয়া দেন । নায়ায়ণ মিশ্রের মৃত্যুর পর, তাহার জ্যেষ্ঠপুত্র হরদেব মিশ্র, এই দেবমন্দিরের সেবায়তের কার্য্য করেন। হরদেবের মৃত্যুর পর, তাহার ভাগিনেয় নিমতলা ষ্ট্রীটের জমীদার, স্বৰ্গীয় মাধবচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়, উত্তরাধিকারস্থত্রে এই মন্দিরটা প্রাপ্ত হন। মাধব বাবুর পর, স্বনামখ্যাত স্বৰ্গীয় শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হস্তে এই আনন্দময়ী কালীর সেবার ভার অপিত হয় । বর্তমানে বন্দ্যোপাধ্যার জমীদার-বংশীয় বাবু ননীলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের তত্ত্বাবধানে এই মন্দিরের কার্য্য পরিচালিত হইতেছে। আনন্দময়ী আগে এক পর্ণকুঁটারের মধ্যে থাকিতেন। বন্দ্যোপাধ্যায় खािन्नुभव बख्शनिबस्तित्व बिस्ताव कब्रिाहक्न। এই কালীমূৰ্ত্তি প্রস্তর-নিৰ্ম্মিত। বৰ্ত্তমানে এই আনন্দময়ী দেবীর মন্দির সৰ্ব্বদাই জঁাকজমক-পূর্ণ। কালীপূজা ও দুর্গাপূজার সময় এখানে মহাসমারোহে পূজা পাঠাদি হইয়া থাকে। সন্ধ্যার আরতির সময়, অনেক ভক্ত হিন্দু এইস্থানে আরতি দর্শনার্থে সমবেত হন। ’ ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালী।

  • حه منه عمهم تصمسيسبي بعنفة عشرينر محيي

কর্ণওয়ালিস স্ত্রীটের উপর—ঠনঠনিয়ায় সিদ্ধেশ্বরী কালী প্রতিম। প্রতিষ্ঠিত। এই কালীমূর্তি মৃত্তিকানিৰ্ম্মিত । কিন্তু পূৰ্ব্বে, ইহার আর এক মৃদ্ধ প্রকটত ছিল। উদ্যনারায়ণ বলিয়া একজন শাক্ত ব্রহ্মচারী এই মূৰ্ত্তির প্রতিষ্ঠা করেন । তিনি স্বহস্তেই দেবীর পূজা করিতেন। তখন এ অঞ্চলে লোকের বসতি এত অধিক ছিল না । অধিকাংশ স্থান বন জঙ্গলাবৃত ছিল । উদয়নারায়ণ ব্রহ্মচারীর মৃত্যুর পর, হালদারবংশীয় একজন পুরোহিত এই দেবী মন্দিরের ভার লয়েন। এই সময়ে, বাঙ্গলা ১১১০ সালে, ঠনঠনিয়ার