পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। ఫిలt মহীস্বরের স্বনামখ্যাত টিপু সুলতানের পুত্র, প্রিন্স গোলাম মহম্মদ, ১৮৪২ খৃঃ অব্দে, এই মসজেদের প্রাণপ্রতিষ্ঠা করেন गर्ड অকল্যাণ্ডের . শাসনকালে এই সুবৃহৎ মস্জেদ নিৰ্ম্মিত হয়। এই মসজেদের উপর একখানি osts fifts wits—“This Musjid was erected during the Governulent of Lord Auckland G. C. B. by the Prince Gholam Mahomed son of the late Tippoo Sultan, in gratitude to God and în commemoration of the Honourable Court of Directors granting him arrears of his stipend in 1840.” টিপুর পতন হইলে, তাহার বংশধরেরা ইংরাজবাহাদুরের বন্দীরূপে টালিগঞ্জে স্থানান্তরিত হন । গোলামমহম্মদের জীবিকা নিৰ্ব্বাহের জন্ত কোম্পানীবাহাদুর ভাতা বন্দোবস্ত করিয়া দেন। এখনও টিপুর বংশধরেরা টালিগঞ্জে বাস করিতেছেন । ইহারা “টালিগঞ্জের নবাব” বলিয়া পরিচিত। টিপুর অধঃপতনের পর—কোম্পানী এক হিন্দু রাজবংশধরকে মহীমুরসিংহাসনে প্রতিষ্ঠিত করেন। বর্তমান মহীসুর রাজ্যেশ্বর এই হিন্দু রাজারই বংশোদ্ভূত । মাণিকপীরের গোর। অপার-সর্কিউলার ੱੋੜ সংযোগস্থলে,_এই_ মাণিকপীরের গোরস্থান অবস্থিত। পীর সৈয়দ হোসেনউদ্দিন সাহ, উত্তর পশ্চিম প্রদেশ হইতে আসিয়া,ত্রইস্থানে ধৰ্ম্ম-সাধনা আরম্ভ করেন। তিনিই সাধারণ্যে “মাণিকপীর” বলিয়া পরিচিত ছিলেন। এই স্থানে উক্ত মাণিকপীরের দেহাবশেষ রক্ষিত হইয়াছে। মাণিকপীর সম্বন্ধে কোন বিশেষ তথ্য পাওয়া যায় না। তবে এই মসজেদটী যে শতাধিক বৎসরের পুরাতন তদ্বিষয়ে কোন সন্দেহ নাই। স্থাপরের_রে। বড়বাজার ক্লাইভীটে, এই জুম্মাপীরের গোর অবস্থিত। এতৎসম্বন্ধে

          • ه-حمام مامه- سامام محح محسعیسیسی سیست

একটা অদ্ভূত কিম্বদন্তী প্রচলিত আছে। তুখন এই স্থানের সান্নিধ্যে গঙ্গানদী প্রবাচিত হইতেন। গঙ্গার তটেই সেকালের সুতালুটা-ঘাট । এই স্বতালুটা-ঘাটের উপর নজরেশ্বর মহাদের স্থাপিত ছিলেন ও এখনও ষ্ট্রাণ্ড-রোডের পাৰে এই নজরেশ্বর বিরাজিত। এ লিঙ্গ মূৰ্ত্তি দুইশত বৎসরের