পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిలNు কলিকাতা সেকালের ও একালের । প্রদেশ হইতে আসিয়া, সেকালের স্বতালুটাতে দোকান-পাট করিতেন। কাশীনাথ মধ্যে মধ্যে হুগলী, ও বঁাশবেড়ে হইতে মালপত্র কিনিয়া আর্নিয়া, কলিকাতায় ব্যবসা করিতেন। একবার কাশীনাথ, হুগলী . হইতে কলিকাতায় আসিতেছিলেন। এক ফকির তাহাকে বলে—“তুমি দয়া করিয়া আমায় কলিকাতায় পৌঁছিয়া দাও।” কাশীনাথ তাহাকে তাহার নৌকায় তুলিয়া লইয়া কলিকাতায় আসেন ও ফকিরের যথাসাধ্য পরিচর্যাণ করেন । তদবধি ফকিরর্সাহেব, কাশীনাথের দোকানের পাশ্বেই থাকিয়া যান । তখন লর্ড কর্ণওয়ালিসের আমল। এই ফকির, পরে “জুশ্বাসপহ” ৰলিয়া পরিচিত হন। এক সময় লর্ড কর্ণওয়ালিসের দপ্তরে, একটা দেওয়ানী পদ খালি হয় । ফকির জুম্মাসার উপদেশে ও নিৰ্ব্বন্ধে, কাশীনাথ এই দেওয়ানী পদের জন্য দরখাস্ত করেন । কাশীনাথ লেখাপড়া না জানিলেও ভাগ্যক্রমে র্তাহার এই পদলাভ ঘটে। ফকিরের অদ্ভুত রুপায় কাশীনাথ দেওয়ানীপদ লাভ করিয়া, প্রচুর বিত্তসম্পন্ন হন। ভবিষ্যতে ইনি দেওয়ান কাশীনাথ বলিয়া সাধারণ্যে পরিচিত হইয়াছিলেন । কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ—দেওয়ান কাশীনাথ, জুম্মাসার মৃত্যুর পর, তাহার সমাধিস্থানে একটা সুন্দর অট্টালিকা করিয়া দেন। ১৮০৮ খৃঃ অব্দে, এই আটালিকা প্রস্তুত হয় ও ইহা এখনও বর্তমান। প্রতিদিন অসংখ্য হিন্দু মুসলমান বড়বাজারের এই পীরস্থানে সিন্নি দিতে আসেন । কাশীনাথ, চেষ্টা করিয়া গুমনসাহ বলিয়া এক ফকিরকে এই দরগার মতোয়ালিরূপে নিযুক্ত করেন এবং ইহার ব্যয় নিৰ্ব্বাহের জন্য প্রচুর পীরোত্তর সম্পত্তি দান করিয়াছিলেন । .ওয়াজির আলির গোর । বামনবস্তী পুলিশ সেক্সনের এলাকাধীনে, কাশিয়াবাগানে ওয়াজিরআলির গোর প্রতিষ্ঠিত। এই ওয়াজির আলি অযোধ্যার রাজবংশোদ্ভব। তাহার জীবনের আদ্যোপান্তই শোচনীয় ঘটনামর, এজন্য র্তাহার একটু সংক্ষিপ্ত পরিচয় প্রদান করা আবশ্যক। ইনি অযোধ্যার দাতা-নবাব আসফউদ্দৌলার পোষ্য-পুত্র। নবাব আসফউদ্দৌলা সম্বন্ধে একট প্রবাদ আছে—“যিস্কো না দে মৌলা, উসকো দে আসকউদ্দৌলা ।” ১৭৯৭ খ্ৰীঃ অশে, নবাব আসফউদ্দৌলার মৃত্যু হয়। ওয়াজির আলি অযোধ্যার সিংহাসনে বসেন। কিন্তু গবর্ণমেন্টের বিরুদ্ধে চক্রান্ত করা অপরাধে, তিনি রাজ্যচ্যুত হয়েন ও নবাবের ঔরসজাত পুত্র সাদত আলি অযোধ্যার সিংহাসন পান।