পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NdSbr কলিকাতা সেকালের ৪ একালের । , জব চাণকের গোর । জব চাৰ্লকের সম্বন্ধে ইতিপূৰ্ব্বে আমরা অনেক কথা বলিয়াছি। সুতরাং এস্থলে তাহার পুনরাবৃত্তি নিম্প্রয়োজন। বর্তমানে কলিকাতা-" প্রতিষ্ঠাতা, জব চাৰ্শকের সমাধির উপর একটা মসৌলিয়াম বা সমাধি মন্দির প্রতিষ্ঠিত আছে। সেন্টজন চর্কের সীমানার মধ্যে এই মসৌলিয়াম প্রতিঠিত। আমরা ইহার একখানি প্রতিকৃতি পুস্তকে দিলাম। সম্ভবতঃ هدهد এী অঙ্গে এই সমাধি মন্দির নিৰ্ম্মিত হয়। জব চার্ণকের মকুমেন্টের উপর যে, প্রস্তর ফলকখানি আছে, তাহা লাটিন ভাষায় লিখিত। জব চার্ণক ১৬৫৫-৫৬ খ্ৰীঃ অবো, এদেশে আসেন। তৎপরে তিনি কাশিমবাজার কৌলিলের জুনিয়ার মেম্বর হন। কাশিমবাজার হইতে তিনি পাটনায় বদলী হন। এই অসমসাহসী জব চাৰ্ণক কি প্রকার উদ্যমের সহিত, বাঙ্গালার তৎকালীন নবাব সায়েস্তার্থীর সহিত যুঝিয়াছিলেন, তাহার ইতিবৃত্ত জামরা পূৰ্ব্বে বিস্তারিত ভাবে দিয়াছি। বড়ই দুঃখের বিষয়, কলিকাতা প্রতিষ্ঠাতা জবচার্ণকের কোন প্রতিকৃতি আমরা সংগ্ৰহ করিতে পারি নাই। তবে এই পুস্তকের শেষভাগে তাহার স্বাক্ষরের একটা প্রতিলিপি প্রদত্ত হইল। যতদিন এই কলিকাতা মহানগরীর অস্তিত্ব থাকিবে, ততদিন জব চাৰ্লকের নাম ইহার স্থাপয়িত রূপে সাধারণের স্বতিপথ বহির্ভূত হইবে না। এডমিরাল ওয়াটসনের গোর। কর্নেল ওয়াটসন বা এডমিরাল ওয়াটসনের গোরও এই সেন্টজন গির্জার মধ্যে অবস্থিত। ইনি সেরাজের কলিকাতা দখলের পর বৎসর, লর্ড ক্লাইভের সহিত একযোগে কলিকাতার পুনরুদ্ধার করেন। র্তাহার গোয়ের উপর লিখিত আছে—”এইস্থানে “হোয়াইট" নামক রণপোতের ভাইস-এডমিরাল ও ইলেণ্ডেশ্বরের নৌবাহিনীর-প্রধান সেনাপতি চালর্স ওয়াটসনের দেহ নিহিত আছে। ১৭৫৭ খ্ৰীঃ অশ্বের ১৬ই আগষ্ট उब्रिम्ष शनि अज्राश् श्न। ss वष्णब बब्रत्न डेशब्र अङ्क श्। ००७ वैः जक •०हे cक्बग्रांब्रि, इनि त्रिनिद्राब्र भूरु छबनाछ कम्बन। **** খৃঃ অৰ ১১ই জানুয়ারি ইনি কলিকাতার পুনরুদ্ধার করেন। ১৭৫৭ *ः शंश्ाि २०५ ग्रांं, रॆनि छश्नत्रश्व क्षण नििन ।” थैश्iब्र! ११*७.१