পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়: R. - se* ১৭৫৭ খ্ৰীঃ জন্ধের ঘটনাবলীর সহিত পরিচিত, তাহদের নিকট এই এডমিরাল ওয়াটসন অপরিচিত নছেন। 粵 so সার্জন হামিস্টানের গোর। সার্জন হামিণ্টানের নাম—মোগল রাজত্বের ও কোম্পানীর প্রথম । আমলের ইতিহাস পাঠকের নিকট অপরিচিত নহে। ইনুিই बिहीब সম্রাট ক্ষেরোকসিয়ারের পীড়া আরাম করিয়া ইষ্টইণ্ডিয়া কোম্পানীর ব্যবসা-বাণিজ্যের সুবিধাকর কতকগুলি স্বত্বলাভ করিয়াছিলেন। এই সাঞ্জন হামিণ্টানের দিল্লীগমন প্রভৃতি ব্যাপারের একটী বিবরণ অমিয়। যথাস্থানে দিয়াছি। ১৭০৯ খৃঃ অন্ধে ইনি কোম্পানী বাহাদুরের “সেরবোরণ" নামক জাহাজের ডাক্তাররূপে ভারতে আসেন। ১৭১১ খৃঃ অৰে কলিকাতার বাণিজ্যকেন্দ্রে, কোম্পানীর অধীনে “দ্বিতীয় চিকিৎসকের” (Second Surgeon) on atts orga i কোম্পানী-বাহান্থর কর্তৃক সরম্যান প্রমুখ যে দৌত্যাভিযান, সম্রাট • ফেরোকসিয়ারের দরবারে ১৭১৪ খৃঃ অব্দে প্রেরিত হয়, হ্যামিলটন সেই অভিযানের চিকিৎসকরূপে দিল্লীতে গমন ফরেন। ১৭১৫ খৃঃ অন্ধে বাদসাহকে রোগমুক্ত করায়, বাদসহ তাকাকে প্রচুর পুরস্কার দেন তদ্ব্যতীত তাহাকে কয়েকটা বহুমূল্য হীরকাঙ্গুরীয় উপহারস্বরূপ প্রদান করেন । এমন কি, যে অস্ত্র সহায়তায় তিনি দিল্লীশ্বরের পীড়া আরোগা করেন, সেগুলিও বাদসাহ সোনা দিয়া বাধাইয়া দিয়াছিলেন । এই সুযোগে--অন্তবিধ পুরস্কার প্রার্থন না করিয়া, স্বদেশহিতৈষী, স্বজাতির মঙ্গলকামী এই স্বাৰ্থত্যাগী হামিলটান সাহেব, ইংরাজ-কোম্পানীর বাণিজ্য-কার্য্যের সুবিধার উদ্দেহুে কলিকাতা, স্বতালুটা ও গোবিন্দপুৰ নামক গ্রামজয় ক্রয় করিবার জন্য—অহুমতি বা সননা প্রার্থনা করেন । হামিলটনের এইরূপ গরিমাময় আত্মত্যাগের জন্তই, বৰ্ত্তমান কলিকাতার প্রসার বৃদ্ধি হর। এই তিনখানি গ্রামই কোম্পানীর সৌভাগ্যলক্ষ্মী । দিল্লী হইতে প্রত্যাগমনের পরই ১৭১৭ খ্ৰীঃ অন্সের ডিসেম্বরে কলিকাতায় তাহার মৃত্যু হয়। চার্লকের সমাধির নিকটেই ডাক্তার হামিলটনের সমাধিট অবস্থিত । • মাইকেল মধুসূদন দত্তের গোর । এই কলিকাতা সহরে, সার্কিউলার রোড সমাধি-ক্ষেত্রে, কবিকুলপিকু মাইকেল মধুসূদনের সমাধিস্তম্ভটাই বম্বষালীর বিশেষ সন্ধানের সমাধিস্তম্ভ।