পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৪৮ কলিকাতা সেকালের ও খেকালের ' রূপে এদেশে আসেন, তখন এই বেলগেছিয়া-ভিলায়, বঙ্গবাসী ধনী সন্তানগণ তাহাকে একটা "প্রীতি-ভোজ প্রদান করেন। ধরিতে গেলে, এই বেলগেছিয়া উদ্যানই বঙ্গীয় নাট্টশালার জন্মভূমি। ষ্টেজ বাধিয়া সাধারণের . সম্মুখে অভিনয় করার চেষ্টা-পাইকপাড়ার রাজা প্রতাপসিংহ, ঈশ্বরচন্দ্র ও মহারাজা বুহাদুর সার যোতীন্দ্রমোহন ঠাকুরের চেষ্টাতেই হইয়াছিল। মাইকেলের অনেক নাটক এই বাগানে প্রথম অভিনীত হয়। বর্তমান প্রণালীর এদেশীয় ঐক্যতানবাদন বা “কনসার্ট” এই বেলগেছিয়ার বাগানেই প্রথম প্রতিষ্ঠিত হয়। রাজা ঈশ্বরচন্দ্র, গীতবাদ্যাদির বড়ই অনুরক্ত ছিলেন। তাহারই চেষ্টায়, বেলগেছিয়ার বাগানে "শৰ্ম্মিষ্ঠা” নাটকের প্রথমাভিনয় হয়। এ রাজা । প্রতাপচন্দ্র সিংহ ৩৯ বৎসর বয়সে, দেহত্যাগ করেন। র্তাহার গিরিশ্চন্দ্র, পূর্ণচন্দ্র, কান্তিচন্দ্র ও শরৎচন্দ্র নামে চারি পুত্র হয়। শরচ্চত্রের পুত্রের নাম বীরেন্দ্রচন্দ্র। গিরিশ্চন্দ্র ১৮৮৭ খ্ৰীষ্টাব্দে দেহত্যাগ করেন। ইনি পৈত্রিক বাসস্থান কাদিগ্রামে, একটী হাসপাতাল পরিচালনার জন্য এক লক্ষ পনের হাজার টাকা প্রদান করেন। কুমার পূর্ণচন্দ্র, ১৮৮৫ খ্ৰী: অব্দে রাজ উপাধি প্রাপ্ত হন ও ১৮৯০ খ্ৰীঃ অব্দে পরলোক গমন করেন । কান্তিচন্দ্র ১৮৮০ খ্ৰীঃ অব্দে দেহত্যাগ করেন । ঈশ্বরচন্দ্রের পুত্র, কুমার ইন্দ্রচন্দ্র প্রথমে অতি ভোগ-বিলাসী ছিলেন। এক সময়ে সমগ্র কলিকাতা রাজা ইন্দ্রচন্দ্রের ঐশ্বৰ্য্য-গরিমা প্রকাশে মুগ্ধ হইরা পড়িয়াছিল। হারিংটন-স্ত্রীটে, এক প্রাসাদতুল্য বাটতে, রাজা ইন্দ্রচন্দ্র সিংহ বাস করিতেন। ঐশ্বৰ্য্যজনিত ভোগ-বিলাসে বিতৃষ্ণ জন্মিলে, তিনিও তাহার পূর্বপুরুষ লালাবাবুর মত সংসার-বিধাগী হয়েন । “বোধীনন্দনাথ স্বামী" নাম ধারণ করিয়া, জীবনের শেষাবস্থায় তিনি নানাস্থানে সন্ন্যাসী-বেশে ভ্রমণ করিয়াছিলেন । ১৮৯৪ খ্ৰীঃ অবে ৩৭ বৎসর বয়সে, রাজা ইন্দ্রস্ত্রের দেহান্ত হয়। এখন কুমার অরুণচন্দ্র সিংহ, তাহার বংশের উজ্জ্বল প্রদীপরূপে অবস্থান করিতেছেন। এই পাইকপাড়া রাজবুংশের প্রতিষ্ঠাতা, গঙ্গাগোবিন্দ সিংহ, কোম্পনীর জামলে একজন ক্ষমতাপন্ন ও গণনীয়’ লোক ছিলেন। দান, ধ্যান ঔ দেবমন্দির প্রতিষ্ঠ। এই রাজবংশের প্রধান কীৰ্ত্তি। ইতিহাসে গঙ্গাগোবিশ্বের স্বনাম না থাকিলেও তাহার ক্রিয়াকলাপ ও তাহার BBBBBBB BBBSBBB S BBBBBBS BBB BBS BBB