পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৫২ কলিকাতা সেকালের ও একালের। । ভার গ্রহণ করিয়াছেন। "লক্ষ্মীর বরপুত্ৰগণের মধ্যে বাণীর এরূপ ५कांड ¢जबकि अङि अध्नई जांरक्ष्म । মহারাজা শিবনাথের কোন সস্তানাদি হয় নাই। তাহার বিধবা পত্নী, কুমার আনন্দনাথকে পোষ্যপুত্র গ্রহণ করেন। ইনিও নানা সদগুণের আধার ছিলেন। ১৮৪৭ অব্দে রাজা আনন্দনাথ, তাহার পিতামহের अङ्किङ “মহারাজাধিরাজ-পৃথ্বীপতি-বাহাদুর" উপাধি লাভ করিবার নিমিত্ত সরকার বাছাছুরের নিকট দরখাস্ত করেন। কিন্তু তাহাতে কোন ফল হয় মাই। ১৮৬৬ অব্দের জুন মাসে গভর্ণমেণ্ট তাহাকে C. S. I. উপাধি প্রদান করেন। ইহার কিছুদিন পরেই রাজসাহী-লাইব্রেরী প্রতিষ্ঠা ও তাহার অন্তান্ত সৎকার্য্যে সস্তুষ্ট হইয়া, গভর্ণমেন্ট র্তাহীকে য়াজ-বাহাদুর উপাধি প্রদান করেন। রাজা আনন্দনাথ, ১৮৬১ খৃঃ অবে দেহত্যাগ করেন। তাহার চারিপুত্র-কুমার চন্দ্রনাথ, কুমার কুমুদ্রনাথ, কুমার নগেন্দ্রনাথ ও কুমার যোগেন্দ্রনাথ রায়। কুমার চন্দ্রনাথ রায় ১৮৬৯ অবো গভর্ণমেণ্টের নিকট হইতে “রাজা বাহাদুর" উপাধি প্রাপ্ত হন। রাজা চন্দ্রনাথ রায় বাহাদুরের জীবদ্দশায় তাহার দুইভ্রাত কুমার কুমুদ্ৰনাথ রায় ও কুমার নগেন্দ্রনাথ রায়ের মৃত্যু হয়। রাজা চন্দ্রনাথও নিঃসন্তান ছিলেন, সুতরাং তাহার মৃত্যুর পর ছোট তরফের সমস্ত সম্পত্তি কুমার যোগেন্দ্রনাথেরই অধিকারে আইসে। যোগেন্দ্রনাথের পুত্রের নাম কুমার যতীন্দ্রনাথ। নদীয় রাজবংশ । (মহারাজ-রাজেন্দ্র কৃষ্ণচন্দ্র রায় । ) নদীয় রাজবংশের রায়-রাজগণ, স্বনাম প্রসিদ্ধ মহারাজ আদিশূর কর্তৃক কান্তকুজ হইতে আনীত পঞ্চ-ব্রহ্মণের মধ্যে, ভট্টনারায়ণ পুত্র নিপূ হইতে র্তাহাদিগের বংশ গণনা করেন। - আদিশূর র্তাহাকে যে কয়খানি গ্রাম দান করিয়াছিলেন, ভট্টনারায়ণসেই কয়ট এবং তাহার স্বত্রীত গ্রামগুলি একত্র মিলাইয়া, একটা জমিদারী গঠিত করিয়াছিলেন। ভট্টনারায়ণের অধ:স্তন ত্রয়োদশ পুরুযোদ্ভূক্ত-বিশ্বনাথ প্রথমে গৌড়াধিপতির নিকট কৰ্ম্ম প্রার্থ হইয় গমন করেন। গৌড়েশ্বর তাহার বুদ্ধিমত্তার কার্য্যদক্ষতায় সন্তুষ্ট হইয়া উহাকে বাৎসরিক কর প্রদানে স্বীকৃত করাইয়। রাইঙ্গ, নদীয়ার রাজপদ ও কাকদি প্রভৃতি পরগণা