পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল। & বরণ । মাৰ্জ্জিত হউক মম মনের অঞ্জন | তোমা সব বিনা ইহা সকল বিস্তার। কহিয়া সান্থনা করে হেন নাস্থি তার ৷ অতএব কহি সবে সেসব কারণ । অমার মনের শূল করক বারণ ॥ অথ মুনিদিগের মুখে রাজার কলিবৃত্তান্ত শ্রবণ। পয়ার । নৃপবাক্য শুনিয়া কহেন মুনিগণ । কেন রাজ ফর নিজ দোষসম্ভাবন । পাণ্ডুকুল চুড়ামণি ভূমি (ই মরেশ । তোমাতে কি হয় কভু দোষের প্র: বেশ ।} পদ্মরাগ-আকরে কি জন্মে কাচ মণি । কমলে গরল কোথা সম্ভবে না শুনি ৷ বিশেষে বিন্যস্ত তব মন কৃষ্ণপদে। তবে কিসে স্পর্শিবে কলুষ মহাপদে ॥ ভূর্য্যে কি স্পশিতে পারে নিশা-অন্ধকার । পারদে কি হয় কছু ধুলির সঞ্চার। ভারতে আগত হইয়াছে ঘোর কলি । সেই হয় অশেষ কলুষবৃক্ষ কলি । তাহাতে বিকৃত হইয়াছে লোকচিত করি. য়াছে সেই সৰ্ব্ব ভাব বিপরীত । এই কলিযুগে রাজা সব প্রজাগণ । ক্রমশঃ হইবে নানা অধৰ্ম্ম ভাজন ॥ মোহ নিদ্রা বিষাদ দৈন্যেতে লোক সৰ ।

  • - ס\ 6: