কলিকুতুহল। >ጓ অথ ব্রহ্মজ্ঞানিদিগের সহিত বর্ণাশ্রমি বিপ্রের কলহ । গদ্য । কোনসময়ে এক বিপ্র সায়ংকালে গঙ্গাতীরে সন্ধ্যা বন্দনাদি করিতেছিলেন ইতিমধ্যে দুইজন ব্ৰহ্মজ্ঞানি যুবা তথায় বায়ুসেবনাৰ্থ উপনীত হইয়া ত’হাকে সন্ধ্যোপাসনা করিতে দেখিয়া পরস্পর স্মেরানন হওত কহিতেলাগিলেন । আঃ কি ভ্ৰম ! কি অসভ্যতা ! দেখ এই বিপ্র পরিণামে ফল লাভ হইবে বলিয়া মিথ্য জলকেলি করিতে প্রবৃত্ত হইয়াছেন, ইনি বালককালে যে প্রকার ক্রীড়া করিতেন এক্ষণেও সেই প্রকার করিয়া থাকেন, বোধ করি পূৰ্ব্বসংস্কার বিস্মৃত হইতে পারেন নাই। ব্রাহ্মণ তাহাদিগের পরস্পর কথিত এই বাক্য শুনিয়া ঈষৎহাস্যপূৰ্ব্বক সন্ধ্যোপাসন সমাপনের শেষে কহিতে লাগিলেন । কি হে বাপু ! তোমরা কি কহিতেছিলা ? তোমাদিগের নিবাস কোথায় ? ব্রাহ্ম । আমাদিগের নিবাস যেখানে হউক কিন্তু তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বয়ঃপ্রাপ্ত হইয়াও কি অদ্যাপি বাল্যচেষ্টা ত্যাগ কর নাই ? ঝ
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১০২
অবয়ব