পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yoğ কলিকুতুহল। দেখিতে পাওয়া যায় না। অপর ভূমি সাকার বস্তুমাত্রের বিনাশ আছে বলিয়া যে পরমেশ্বরকে নিরাকার বলিতেছ তাহতেই বা কিসে তিনি অবিনাশী হইবেন? কেননা আমরা নিরাকার বায়ুপ্রভৃতিরও বিনাশ দেখিতেছি । বস্তুতঃ যে বস্তু বিক্রিয় তাহ সাকার বা নিরাকার হউক অবশ্যই বিনষ্ট হইবে, কিন্তু যাহা অবিক্রিয় তাহার কখনই বিনাশ সম্ভবে না । বেদে পরমেশ্বরকে অবিক্রিয় বলিয়াছেন এইহেতু তাঙ্কার বিনাশ নাই, ইহাতেই শাস্ত্রে যে যে স্থলে তাহাকে নিরাকার বলেন সেই২ স্থলে তাহার সবিক্রিয় আকার নাথাকা অর্থ ভিন্ন বুঝায় না। ’ * ব্রাহ্ম । আমরা পরমেশ্বরের বিদ্যমানত বিষয়ে ও তাহার উপাসনা বিষয়ে বেদাদি কোন শাস্ত্রের সাহায্য গ্রহণ করি না যেহেতু ঐসকল শাস্ত্র মনুষ্যের বুদ্ধির দ্বারা নিৰ্ম্মিত তজ্জন্যই মান দেশে নান: জাতীয় ব্যক্তিদিগের মধ্যে ভিন্নথ নানা প্রকার শাস্ত্র দৃষ্ট হয়। আমরা কোন শাস্ত্রকেই পরমেশ্বর প্রণীত না বলিয়া জগৎকেই চাহার প্রণীত শাস্ত্ৰৰূপে স্বীকার করি, কারণ,এইজগতীয় প্রাকৃতিক নিয়ম দৃষ্টে পরমেশ্বরের অস্তিতা ও র্তাহার উপাসনার বিষয় নিশ্চয় করিতে পারি, এবিধায় যাহা যুক্তিযুক্ত তাহাই গ্রাহ্য যাহাতে কোন যুক্তি নাই তাহ আমাদিগের গ্রহণীয় নহে। বিপ্র । অ' মরি কি বিবেচনা ! কি বুদ্ধির কেী