পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল। : తి( শল? এই কি তোমাদিগের আস্তিকতা ? না, দেশবঞ্চকতা ? অথবা বৰ্ব্বরতা ইহা বিচার করিয়া স্থির পাই না । কারণ, যদি তোমরা সর্ত্যই আস্তিক হও তবে শাস্ত্রভিন্ন কেবল যুক্তি দ্বারা কি প্রকারে ঈশ্বর থাকা নিশ্চয় করিব ? আমরা তাহাই শুনিতে ইচ্ছা করি । ব্রাহ্ম । কেন মহাশয় । যুক্তি দ্বারা কি ঈশ্বরের অস্তিত নিশ্চয় করা যায় ন} ? দেখ আমর। কেবল যুক্তি দ্বারা পরমেশ্বর নিৰূপণ করিতে পারি কি না ? আমরাতে তোমাদিগের মতন ছুই একটা “ ভবতি পচতি পড়িয়া নিজে পণ্ডিত বলাই না ষে যুক্তি দিতে অক্ষম হইব, আমরা পেলিসাহেব প্রভৃতি ঘোরতর আস্তিক পণ্ডিতের পুস্তক পড়িয়াছি তাহাতেই অনায়াসে যুক্তি দ্বারা ঈশ্বর নিৰূপণ করিব তোমার খণ্ডন করিতে সমর্থ থাকে কর । বিপ্র । পরমেশ্বর থাকার যুক্তি কি ? ব্রাহ্ম। পরমেশ্বর থাকার যুক্তি এই যে এতজ্জগতীতল মধ্যে লৌকিক যে সমস্ত কার্য দেখিতেছি তাহা যেমন কোন সচেতন কৰ্ত্ত দ্বারা নিৰ্ম্মিত হইয়াছে ইহা বিবেচনা করা যায় সেইৰূপ জগতীয় কার্য্যসমূহ দেখিয়া অবশ্যই তাহার কোন সচেতন কর্তা আছে এমতধনশ্চয় করা যাইতে পারে! বিপ্র । কৰ্ত্তাভিন্ন কার্য্য হয় না একথা তোমার্কে কোন বর্বর কহিয়াছে । দেখ পৃথিবীতে বৃষ্টিধারা