পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৬ কলিকুতুহল। পতিত হইয়া যে সকল চিত্রবিচিত্র কার্য্য জন্মে ও বায়ুলোল কাষ্ঠাদি দ্বারা ভূমিতে যে অক্ষরাকার রেখা হয় তাহার কৰ্ত্তা কি কেহ আছে এমত বলিতে পার ? তুমিও অচেতন জলবায়ুপ্রভৃতিকে তে কৰ্ত্ত বলিতে পারিবা না, কেননা যে ক্রিয়ার আয়োজন করিতে সমর্থ তদ্ভিন্ন অপরকে কেহ কৰ্ত্ত বলে না, তবে যদি তুমি অচেতনকে কৰ্ত্ত বলিয়া ঈশ্বরকেও অচেতন বলিতে বাধিত হও তবে তাহাতে তোমার আস্তিক. তা সিদ্ধ হয় না, কারণ অচেতন কৰ্ত্ত থাকা না থাকা তুল্য হয় । ব্রাহ্ম । আমরা সচেতন কৰ্ত্তাভিন্ন কার্য্য হয় ন৷ এমত বলি না, কিন্তু তদ্ভিন্ন কার্য্যের নিয়ম বন্ধ হয় না ইহাই বলি ; অতএব জগতীয় অদ্ভুত নিয়ম সকল দেখিয়া বিবেচনা হয় যে অবশ্যই ইহার নিয়ামক কেহ আছে । g বিপ্ৰ ! তোমরা যদি জগতের অস্তুত নিয়ম সকল দেখিয় তাহার নিয়ামক কেহ আছে এমত কল্পনা কর তবে আমি এমত জিজ্ঞাসা করিতে পারি যে তোমার মানিত পরমেশ্বরের যে সমস্ত শক্তি আছে তাহা নিয়মবদ্ধ কি না ? যদি তাহ নিয়মবদ্ধ না হয় তবে তাহার হুষ্টি শক্তি উদয়কালীন বিনাশ শক্তি উদয় হইয়া সমস্ত বিশৃঙ্খল কেন না হয় ? যদি বল সে র্তাহার ইচ্ছা, উত্তর তাহার ইচ্ছাও যদ্যপি নিয়ম