পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল। ~ তে না পারয়ে তোমাকে ভূমি হও ধাৰ্ম্মিক সুশীল শান্তমতি । তোমার শরীরে তার না হয় বসতি ॥ মহারাজ যদি তারে করিবে দমন। দিগ্বিজয় করি নিজ স্থাপহ শাসন ॥ যাহে কেহ অধৰ্ম্মেতে না করে প্রবেশ হেন অনুমতি দিয়া উদ্ধারন্থ দেশ। ভাল বলি ভূপতি ভাষেন ভৃত্যগণে । অদ্যই যাইব আমি দুষ্টের দমনে। সেনাগণে সাজিতে করন্থ অনুমতি । রথ সজা করি শীঘ্ৰ আমুক সারথি । অশ্ব গজ, পদাতিপ্রভৃতি সৈন্যচয় । সত্বরে সাজুক সবে বিলম্ব না সয় । রাজআজ্ঞা পেয়ে দূত চলিল ধাইয়া । সেনাপতিগণেরে সম্বাদ কহে গিয় । সারথিরে সাজিতে কfরল অনুমতি । সাজায় স্যন্দন সেহ সুশোভিত আতি । রণভোর বাজিল সাজিল বীরগণ। নানা অস্ত্রে পূর্ণতৃণ করিল ধারণ । কেহ অশ্বে কেহ গজে কেহ পদব্রজে। যুদ্ধে যাত্রাকারী সেনা গভীর গরজে । এখানে নৃপতি নিজে করে রণবেশ । কঠিন কবচ অঙ্গে করয়ে নিবেশ। মস্তকে মুকুট পরে শ্রবণে কুণ্ডল। প্রচণ্ড কোদণ্ড করে যেন আখগুল। লইল শানিত শর নিশিত কুঠার। কোশ আচ্ছাদিত অলি মুমার্জিতধার। পৃষ্ঠে তৃণ মৃতন লইল চৰ্ম্ম করে। যাহাতে শত্রুর অস্ত্র নিবারণ করে। নারায়ণ বৰ্ম্ম ধরে স্বহৃদয়দেশে। এ জীনারায়ণ দ্বিজ তাষে রসাবেশে । ”