বিষয়বস্তুতে চলুন

পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So কালকুতুহল। অথ রাজার দিগিজয়ে যাত্র । বক চতুষ্পদী। রাজার অল্পমতি, পাইয়। সেনাততি, সজ্জিত হয়ে অতি, আইল সবে । সারথি সুশোভন, সাজায়ে সু স্যন্দন, করিল আনয়ন, তখনি তবে । অতীব কুনিস্বাল, তেজেতে সমুজ্জ্বল, জিনিয়া স্বর্ণাচল, রথের নিভ{ । ষাহার কান্তিভর, ব্যাপিল দিগন্তর, নাশিল মহত্তর, তিমির কিব ॥ রতন মণিগণ, সারেতে সুগঠন, শোভিছে সুতোরণ, যাহতে অতি । বিতান মনোহর, শোভাতে নিরন্তর, প্রকাশে গৃহান্তর, কিরণ ততি । কনকে মুকলিত, মণিতে সুখচিত, পেতেছে সুললিত, আসন তায় । যাহার সুমাধুর্য্য, রচন সুচাতুর্য্য, রচিতে হেন ধুর্য্য, নাহিক প্রায় । রথ উপরিভাগে, মনের অনুরাগে, রঞ্জিত নানা রাগে, পতাকা ততি । করেছে বিরচন, যাহার শোভাকণ, নিরখিয়া নয়ন, না করে গতি। কলস সন্নিধানে, শোতিছে সুবি. ধানে, ধরিয়া মুনিশানে, কেশরী স্বয়। কনক বিরচিত, হেরিলে হরে চিত, যাহাতে অতিভীত, বিপক্ষে হয়। রথেতে ঘণ্টাগণ, বাজিছে ঠন২, সমর সুভীষণ, যাদের রব। যাহারা বেগভরে, সমীয়মান হরে, এমন অশ্বতরে, যুড়েছে সব । সজ্জিত সেই রথ, হেরিয়া