কলিকুতুহলী ১৫ এ অধু । ক্রুদ্ধ হয়ে করিতেছে দণ্ড সুবিষম ॥ পাদক্রয় ভগ্ন করিয়াছে দণ্ডাঘাতে। কে বটে এ দুষ্ট বল আমার সাক্ষাতে ৷ আকার প্রকারআদি ষে দেখি তোমার । তাহাতে দেবতা বোধ হইছে আমার । গাবি তুমি পরিত্যাগ কর মনে ভয় । রোদন না কর আর তেজহ সংশয় ৷ আমি খল সকলের প্রতি শাস্তি দিতে। রেছি কাৰ্ম্মক এই দেখহ অক্ষিতে ॥ কহ বৃষ এই কি ভাঙ্গিল তয পদ । অন্যে বা করিল হেন তোমার বিপদ ॥ পাণ্ডুকুল-কীৰ্ত্তিহারী এই ব্যবহার। কহ কে করিল করি দমন তাহার ॥ ধৰ্ম্ম কন মহারাজ পাণ্ডুর নন্দন। যোগ্য বটে নিজ কুলোচিত এবচন এত গুণ তোমাদের যদি নাছি রবে । তবে কৃষ্ণ তোম... দের বশ কেন হবে। কি জন্যেতে ক্লেশভাগী কয় প্রজাগণ । মহারাজ নাহি জানি আমি সে কেমন ॥ কেবা দুঃখ দেয় জীবে কিসের কারণে। বাক্যভেদ মোহে বোধ নাহি হয় মনে ॥ কেহ বলে নিজে নিজ দুঃখহেতু হয়। দুঃখের কারণ দৈব অপরেতে কয় ॥ কেহ২ কৰ্ম্মে কহে দুঃখের কারণ । দেহের স্বভাব ইহা বলে অন্য জন । কেহ বলে অপ্রতর্ক ঈশ্বরহইতে মুখ দুঃখ পায় জীব এই পৃথিবীতে ॥ নৃপবর তুমি নিজে স্ববুদ্ধিজালয় । বিবেচিয়া দেখ মনে যাহা সত্য হয়। বৃষবাক্য শুনিয়া কহেন নৃপ • , * २ t
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/২০
অবয়ব