পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*১৬ কলিকুতূহল । মনি। জানিলাম নিজে ধৰ্ম্ম বটহ আপনি , আধাশ্মিকরুত কৰ্ম্ম যে করে কীৰ্ত্তন। সেই তার মত হয় অধৰ্ম্মভাজন। এই লাগি তুমি নাহি কছিছ বিশেষ। পাছে স্পর্শ হবে দেহে অধৰ্ম্মের লেশ। তপস্যা শুচিত দয়। সত্য এই চারি ; ধৰ্ম্মের চরণ হয় দেখেছি বিচারি । তাহাতে অধৰ্ম্ম অংশে গেছে পদ ত্রয় . অবশিষ্ট পুদ এই যাহা দৃষ্ট হয় । তাছাও সংপ্রতি নাশ করিবারে কলি । উপস্থিত হইয়াছে দেখিয় সকলি ৷ এই আমি তার দণ্ড করিব এখন । ভয় তেজ ধরা ধৰ্ম্ম না কর রোদন ॥ এত কহি কোপেতে কম্পিত নরপতি । রথহৈতে নামিলেন অতি শীঘ্ৰগতি ॥ সুপর্ণ যেমন সৰ্প ধরিবারে ধায় । কানন দছিতে দাবানল যেন যায়। লম্ফ দিয়৷ কলিকেশে করি আকর্ষণ । শানিত সুধার খড়গ করিল ধারণ নৃপতির ক্রোধ দেখি ভয়েতে বিহ্বল। করযুগে ধরে কলি নৃপপদতল ৷ বলে মহারাজ রক্ষা কর এই জনে। শরণ নিলাম রাজা তোমার চরণে ॥ হাসিয়া কহেন অভিমনুর নন্দন। তোমারে শরণ দেওয়া অযোগ্য করণ । তথাপি পাণ্ডবকুলে আছে এই রীত। পাদানত জন বধ্য নহে কুদাচিত। অতএব না বধিব তোমার জীবন। মম অধিকার তেজি কর পলায়ন ৷ কলি কহে করপুট করি মহাশয়। তব অধিকার যব ভূমণ্ডল হয়।