বিষয়বস্তুতে চলুন

পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৬ কলিকুতুহল । পিতৃভাব চিন্তু পরস্পর। যেকালে যেখানে নারী দর্শন পাইবে । তখনি আমনি ভক্তিভাবে আলিঙ্গিবে ॥ অভাবেতে মনে২ চিন্তিবেক রতি। নতুবা অধমলোকে হুইবেক গতি রমণে কুশল। রাম কর সহকার । নিজপর বলি মনে ন কর বিচার } মদ্য মাংস মৎস্য মুদ্র মৈথুন বিহনে। কলিতে কালিকা সিদ্ধি হইবে কেমনে ॥ শুদ্ধাশুদ্ধ ভদ্রাভদ্র একেবল ভ্ৰম ! এক বিনা দুই নাই উচ্চ নীচ সম ॥ কালাকাল বিবেচন। তেজ এপথেতে । কোটিগ্রহ তুল্য কাল মারীসঙ্গমেতে । তাহে পুনঃ হয় যদি রাহুগ্রহযোগ । তখনি করিবে শিব শক্তিতে সংযোগ ॥ মাতৃমুখে পিতৃমুখ করি সন্নিবেশ। জপিবেক মহাবিদ্য পিয়া সুধালেশ। বাবত না হবে মুক্ত গ্রহ উপরাগ । তাবত এৰূপ করিবেক মহাষাগ : মুক্তিকালে পুণাহুতি করিয়া প্রদান । মহাবিদ্যা জপন করিবে সমাধান। ভগলিঙ্গামৃত সহ যোনি ধেত. নীরে । তৰ্পণ করিবে পরে পরমাদেবীরে ৷ তাহে বিদ্যা সিদ্ধি হবে অবিদ্যা নাশিবে । মাতৃজার তুলা ইছা নাহি প্রকাশিবে ॥ বাহিরে বিশুদ্ধাচার বৈষ্ণবের প্রায়। রহিবে লোকেতে যেন টের নাহি পায় ॥ পশুসঙ্গে আহারবিহার সম্ভাষণ তেজিবে সৰ্ব্বদা যাহে নহে প্রকাশন। পশুদুষ্ট পৃষ্ট কিছু বস্তু না লইবে। হিতাহিত কিছু সেসবারে না কহিবে । বীরসঙ্গে