পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○ゲ কলিকুতুহল । কলির হইল যাতে অন্নকুল বিধি। সেপথ রক্ষণে কলি চিন্তে সদা বিধি। অধৰ্ম্ম সহিতে কলি করয়ে মন্ত্রণ। কিৰূপে প্রবল হবে এই ধৰ্ম্মগণ কুল ধৰ্ম্ম প্রচারেতে পাইয়াছি কুল যতনে রাখিব যাতে না হয় নির্মুল। শিবআজ্ঞা আছে মোরে যাব বঙ্গ দেশে। কৌলিন্য মর্যাদা আগে স্থাপিব বিশেষে ! যাহে শ্রেণীবদ্ধ হয়ে সেই প্রজাগণ । করিতে ন পারে কুলপথ উলঙঘন । তাহে বহুকালে স্ত্রীর না হবে বিবাহ । জার ভজি তারা কাম কfরলে নিৰ্বাহু । পুরুষে করিবে বহুতর পরিণয়। কুলিনের কুল রক্ষা না করিলে নয় । এক জনহৈতে বহু কামি. নীর কাম কদাচ না পারিবেক হইতে বিরাম । তাহে সে রমণীগণ তেজি লাজ ভয় ; পর পুরুষেতে ৰুত হইবে নিশ্চয় ৷ যদি পুন তাহে বহুভার্য পতি মরে। তবেত হইবে সব বেশ্য ঘরে২। অকুলীন পুরুষের বিবাহ না হবে। সেসবার দ্বারে সতীধৰ্ম্ম নাহি রবে। অর্থলোভে কেহ কন্যা করিতে বিক্রয় । প্রৌঢ় করি রাখিবেক তেজি লোকভয় | তাহাতে হতে নারি যৌবনের জ্বালা । স্বেচ্ছায় ভজিবে যারে তারে কুলবালা । এইসব মনোবৃত্তি করিতে সাধন । বঙ্গরাজ্যে এবে আমি করিব গমন । আদিস্বর রাজা আছে বিক্রমনগরে। নিজাংশে জন্মিব তার মহিষী উদরে। বল্লাল নামেতে খ্যাতি হই