পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ο কলিকুতুহল। কুল ঘন করছে ফুফার, তাহাতে পাপিহা কহিছে আবার, পিয়ু কাহ কার রয়েছে। মল্লিকা মুকুলে বসি মধুকর, পুঞ্জে২ গুঞ্জে গুণ২ স্বর, সে যেন ভীষণ মদনসমর, শঙ্খ বাদ্যকর হয়েছে ৷ কেশর কুসুমে ধরে রাজদণ্ড, দণ্ডেই চাহে সে করিতে দণ্ড, অতরুণ তরুচয়ে লগু ভণ্ড, করে সে প্রচণ্ড সমীরে। বলে হেরে দুষ্ট তরু লতাগণ, কি গৌরবে সবে আছি নিমগন, এখনো সজ্জ নহ সে কেমন, এমন কি বুদ্ধি কমিয়ে । পাটল অটল রণ রসাবেশে, ধরে সে মৃতন তৃণ পৃষ্ঠদেশে, কাঞ্চন লাঞ্ছন করিতে বিশেষে, তীক্ষ তলোয়ার ধরেছে ; কেতকীর করে কঠিন কর:ং, অশোকেতে শোকে ফেলে অচিরায়, জাতি জাতিকুল করিতে আঘাই, শুভদৃষ্টিপাত করেছে . মুরম্ভত। শনে দগ্ধ তুধকণ, তরুততি সদা করে বরিষণ, তাকে সুভীষণ করে কলস্বন, খগগণ অতি কপটে ! সেই বজ্ৰ সম কঠিন নিলাদে, বিরহিণীবৃন্দ পড়িছে প্রমাদে, একান্ত স্বীকান্ত বিরহ বিষাদে, ভাবে ভাগ্যে অক্তি কি ঘটে। চৌদিগে কুসুমসৌরভ ছুটিল, বিরহির মুখ সম্পদ লুটিল, দুঃখ হুতাশন জ্বলিয়া উঠিল, ব্যকুল করিল সে সবে। যেীবনরথেতে করি আরোহণ, ধরি ফুলময় দৃঢ় শরাসন, মদন করিছে মুদৃঢ় শাসন, হায় আজি যুদ্ধে কি হবে। ধৰ্ম্ম ধৈর্য্য বীৰ্য্য লজ্জা জাতি কুল, বিবেকাদি সবে ভাৰিয়া আকুল, গেল?