পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“. কলিকুতুহল। 86t গে। আমি যত করি মান, তবু কি গো মানে মানা, হৃদে তুলে লয়ে নানা, করয়ে কৌশল গে। লাজে উপজিল মুখ,প্রেমেতে পুরিল বুক,তখন তেজি বৈমুখ, দিনু তারে কোল গে। সে কায হইল সাঙ্গ, আবেশে অবশ অঙ্গ, শেষে হয়ে নিদ্রাভঙ্গ, আতঙ্গেতে মরি গে। তোর দিব কোরে কই, সেবধি গো প্রাণ সই, আমাতেতো আমি নই, বল কিবা করি গে। তবে অন্য নারী কয়, শুন মোর পরিচয়, বলিলে বলিতে হয়, তবু লাজ পায় গে। কালি পরদেশে চোতে, বনিপে এলে বাটীতে, হয়েছে ভালো দেখিতে, থাকিয়। তথায় গো । মুখে মৃদুই হাসি, বলে এলো মাসি২, হেরে মুখ সুধারাশি, ভুলে গেল মন গে| মিশিতে করে সোহাগ, হেরি সে তাধর রাগ, মনেই অনুরাগ, ধরিয়া তখন গে অধরে চুম্বন আশে, তাম্বুল লইয় পাশে, মধুর২ ভাযে, সম্ভাষি তাঙ্কারে গে; i আঙ্গা আমি মরে যাই, লয়ে তোমার বালাই, কতদিন দেখি নাই, বনপো তোমারে গে ৷ করি এত আলাপন, সেচান্দ মুখ চুম্বন, করিতে হরিল মন, মদন অমনি গো ! থর২ কঁপে অঙ্গ, উথলে প্রেম তরঙ্গ, ভাগ্যে না ঘটিল সঙ্গ, সেকালে তখনি গে। বলে আর রসবতী, এ নহে আশ্চর্য অতি, কামের কুটিলগতি, বুঝা অতি ভার গে। যদি নিজবিবরণ, করি সবে প্রকাশন, জানিবে সৰ কারণ, এখনি তাহার