পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ぐう কলিকুতুহল। গে। এনব বসন্তকাল, কামিনীকুলের কাল, মনে মানি মুজঞ্জাল, একে তা সদাই গো । তাহে যত অলিকুল, নাশিবারে জাতিকুল, হয়েছে যে প্রতিকুল, তাহাতে ডরাই গে ; হয়ে দুঃখ পরাধীন, সে দিনে গে। সারাদিন, যেন বরি ছাড়া মীন, লুষ্ঠিত ধুলায় গো। মদনমদ অলসে, প্রদোযে নিদ্রার রসে, শয়নে মাছি বিরসে, দাদার শয্যায় গে! ॥ দাদা গেছে স্থানান্তর, বধু করে ক্রিয়ান্তর, আমি তাপিত অন্তর, হইয়ে সজনি গে ; আছি গৃহ অন্ধকারে, কেবা বল দেখে কারে, দাদা অবিজ্ঞাত সারে, শুতিল তখনি গো ৷ পেয়ে তার অঙ্গ সঙ্গ, আবেশে জাগে অনঙ্গ, হেগে সখি সেকি রঙ্গ, তথায় ঘটিল গো বধূদ্রমে দাদা মোরে, চুম্বন করে অধরে, ধৈর্য্য কি তেজিয়া ধরে, অমনি ছুটিল গে । সে করে রস সম্ভাষ, মোর মুখে নাহি ভাষ, করেতে পেতে আকাশ, বাকি নাহি ছিল গে। মত্ত হয়ে সে তাহাতে, দিল ফল হাতেখ, হোক মেনে যাতে তাতে, প্রাণ তে। বাচিল গো । পুর্ণ হৈল অভিলাষ, ফুরাইল রতিরাস, লাজে উপজিল ত্রাস, দাদা পাছে জানে গো । তবে না জানি কি হয়, প্রাণ মান কিসে রয়, বিধাতা হয়ে সদর, রাখে মানে২ গো । সেবধি গিয়াছে শৰ্ম্ম, হয়েছে দারুণ কৰ্ম্ম, এমতে কি ধৰ্ম্মাধৰ্ম্ম, কিছু রাখা যায় গো । শেষে ষ৷ করেন হরি, কিছু দিন্তে মুখ করি, মিছা কেন ভেবে