পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, & কলিকুতুহল । অথ আদি সর রাজার বেশে কলির তন্মহিষীতে উপগতি । •حمه লঘু ত্রিপদী । এখানেতে কলি, য়ে কুতূহলী, চলিল সে বঙ্গ দেশে ; বিক্রমনগরে, নৃপতির ঘরে, সুখভরে সুপ্রবেশে ॥ আদি সুর নাম, নান; গুণধাম, মহারাজ গে:"মণি । ৰূপ জিনি শশী, বয়সে ষোড়শী, রাজার নিজঘরণী ॥ কিবা মুগশোভ. মুনিমনোলোভ, পকু বিম্বফল ধর । নয়নসন্ধান, কামের কামাল, দধং সুন্দরতর । সুকুঞ্চিত কেশ, সে মোঙ্কন দেশ, হেরি ভুলে রতিপতি । নিতন্ত্র বিশাল, তাহে *:পাঞ্জাল, সুশোভিত হয় আতি ॥ মধ্য অতিক্ষীণ, কুচযুগ পান, ভুঞ্জ কম্পত্যপ্রায়। লাবণ্যের সার, হেন নাহি আর, তুলন। তুলিতে তায় । মুখে মৃদু ক্ট সি, কত সুধারাশি, বরিমে বচনছলে । নান; অভরণে, অঙ্গের কিরণে, বিশাল তিমির দলে । তাহার নিকটে, মনের কপটে, আদিসুর রাজবেশে । করিয়া সাজ. কলিযুগরাজ, উপনীত কামাবেশে । রাজআগমন, করিয়া মনন, আদরে নৃপরমণী । করিয়া সম্মান, আসন প্রদান, করিল মৃগনয়নী। মৃদু হাসি, বর্ষি সুধারাশি, রাজার মহিনী কয় ।