পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল । (ሱማ অর্থ কুলীন কন্যাগণের দুৰ্গতি । \, ত্রিপদী ! "शक्कड ক্ষতি কুল, বঙ্গদেশ হুলস্থূল, কুলে বড় বাড়য়ে সম্মান এনকোষ যেজন থাকে, নিজকুল মান রাখে, কুলভঙ্গে ক্রমে অসম্মান ॥ ঘরে কন্যা আইবড়, ক্রমে যত হয় বড়, জড় সড় লোকলজ ভয়ে । ভেবে সার অস্থি চৰ্ম্ম, বলে কিসে রবে ধৰ্ম্ম, স্ত্রীধৰ্ম্মেতে ধৰ্ম্ম যায় বয়ে । মেল মত হবে ঘর, মনোমত পাবে বর, তবে কন্যা করিবে পত্রিস্থ । খুজিতেই দেশ, দেখিতে শুনিতে শেষ, কন্যাকাল হয়ে যায় অস্ত। এইমত কত শত, নাহি পেয়ে মনোমত, কুলদায় কন্যা রাখে ঘরে। পতি বিনা পায় দুঃখ, অম্বরে সম্বরে বুক, স্বর২ মন্মথের শরে ৷ বলে হায়২ বিধি, বিদরিয়া যায় স্দি, হৃদীশ্বর করিয়াছ কারে । কুলীনেতে জন্ম দিয়া, পাসরিয়া গেলে বিয়া, যায় প্রাণ যৌবনের ভারে ৷ এই যে বসন্তকাল, বিরছি জনার কাল, ডালেই কোকিল কুহরে। পুষ্পময় কুঞ্জে২, অলিকুল পুঞ্জে২, গুঞ্জে২ মধুপান করে। মন্দ২ গন্ধবহে, মন্দই গন্ধ বহে, মুমদ মলয়াযুত হয়ে। বিরহিরে বাজে শূল, কি করে এ ছার কুল, জনক থাকুন কুল লয়ে। অপেয়ে বল্লাল পোড়া, এছুঃখ দিবার গোড়া, নিজে জাতি সঙ্কর আছিল । জগতে