কলিকুতুহল । © ঘামিনী ॥ বুদ্ধিমান জ্ঞানী যারা, ধৰ্ম্মভয় করে তারা, সরদার স্পর্শ নাহি করে । কলিকে না করে ভয়, রণে করে পাপজয়, শ্রুতিস্মৃতি পুরাণাস্ত্র করে। হাড়ি ডোম চণ্ডালাদি, নবে কেন প্রতিবাদী, যার নাহি জানে নীতিকণী ! দেখে মনোমতাঢ়ার, পশ্চাৎ না ভাবে আর, ফঁাদে পড়ে সেই সব জনা । অদাড়ে পাদাড়ে ঝাড়ে, সদা ঝেড়ে অড়ে পাড়ে, নড়ে চড়ে আঁচড়ে সৰ্ব্বাঙ্গ প্রাণ করে ছট্ফট্ হৃদ পাজি নট্খট, চট্পট্ হৈলে হয় সাঙ্গ। এৰূপ নাগরীচয়, কোনমতে কায লয়, শেষে হয় লোক লাজভয় । ক্রমে গৃহে গুরুজন, জ্ঞাত হয়ে বিবরণ, ওমা সেকি কানকিনি কয় ৷ হয়েছে গিয়েছে মারী, তার তার কিব! চার, জারী ধনে ভেলে কিব! করে । রাখিব রে কুলমান, সন্ত্রমেতে করে দান, বহু কন্যা একই বরে। বেঙ্গন সকত ভঙ্গ, ভূমিতে ন। পড়ে অঙ্গ, শতেক দুশত যার নারী ; যেখানে সেখানে যায়, জামাই আদরে খায়, মুদ্রা লইবারে বাঢ়ে জারি | নারীর শয্যায় বস্যে, অীগে তারে ধরে কস্যে, দেহ কিবা রাথিয়াছ মান । টাকা পেলে হন খুষি, নতুবা মারেন যুষি, তৎক্ষণাৎ উঠি চলি যান ॥ নারী বলে একি ভাব, আমার অবস্থ৷ ভাব, কোথা পাব তুমি নাহি দিলে । স্বামী কহে থাক২, সাত পাচ তুলে রাখ, সোজা বল মিলে কি না
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৬৪
অবয়ব