পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ა8 কলিকুতুহল। গণ করিতেছে সবে বহুবিধ অকরণ । পতি জায়াপ্রভৃতির ধেন ব্যবহার । তব রাজ্যে হয়েছে তা কি বর্ণিব আর t বিধিমত বিয়া করি যারে ঘরে আনে। আমুল্যে বিক্রীত লোক হয় তার স্থানে । শস্ত্রে শাস্ত্রে যেজন জিনেছে সবদেশ। রমণীভতঙ্গে ভঙ্গ সেও সবিশেষ ॥ শাস্ত্রে বলে রমণীর গুরু হয় পতি। মিথ্যা তাঙ্গ। কিন্তু নারী পুরুষের গতি। তত দিন মানা পিতামাতা গুৰুজন । যত দিন নহে শয্যা গুরুসম্ভাষণ ॥ মহাকষ্টে শ্রেষ্ঠ দেহ পুষ্ট করে যারা। ভাৰ্য্যার ভাড়ামি স্নেহে পর হয় তারা ॥ স্বগৰ্ব্ব সম্বন্ধে প্রীতি ধেসবার সনে । ভিন্ন হয় তাহার স্বভাৰ্য্যার কারণে ॥ বরঞ্চ গুরুর বাক্য করয়ে হেলন । সাধ্য কি জায়ার কথা করিতে লঙ্ঘন। অত্যন্ত প্ৰগল্‌ভ নারী কলির প্রভাবে । পুরুষে পাগল করে কত কুটভাবে | পতিকোলে থাকি ষার বাঞ্ছে পর পতি । ধিক২ কালযুগেষ্টার হয় সতী। কুকৰ্ম্ম করিতে যদি কেহ দেখে তীরে। পতির নিকটে তাহ ছলে বলে সারে। কন্দলের ভয়ে স্তন্ধ শাশুড়ী ননদ । এমনি কি গুণ ধরে ত্র্যমূল সনদ । পতি যদি কভু কিছু করে তিরস্কার। শুনাইয়া দেয় শতই গুণ তার ৷ ভাৰ্য্য পরিতোষ মাত্র করি আকুঞ্চন। বেদ ছাড়ি জেচ্ছশাস্ত্র পড়ে দ্বিজগণ ॥ নিত্য নৈমিত্তিক কৰ্ম্মে দিয়া জলাঞ্জলি । রমণীর অভিমুখে রহে কৃতাঞ্জলি ॥ নারীমত ভিন্ন