পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& কলিকুতুহল । অৰ্জ্জুনসম, গাম্ভীর্য্যে জলধি পরিমাণ। যুদ্ধে দাশরধি যেন, ক্রুদ্ধে রিপুকাল হেন, শুদ্ধে গঙ্গাসলিল সমান। দানে শিবিরাজপ্রায়, মানে দুর্য্যোধন তয়, জ্ঞানে রাজা জনকসোসর। বিক্রমে সিংহসমান, আক্রমে হুতাশভান, প্রক্রমে প্রভাতজলধর }} র্যার ভূজদগুস্থিত, কোদণ্ডৱ তি, প্রচণ্ড শত্রব সৈনাচয় । ভয়ে ভীত অতিশয়, হয়ে সমুদ্বিগ্নাশয়, লয়ে প্রাণ সতত সংশয় । মহামান্য মহীতলে, ধন্য২ সবে বলে, গণ্য পুণ্য গীৰ্ব্বাণ নিলয়ে। র্যার গুণ ভাগবতে, বিস্তারিত বিধি মতে, আমি কি বর্ণিব সুট হয়ে । ষে রাজার রাজ্যকালে, জলদে বর্ষিত. কালে, অকালে না মরিত মানব । ধৰ্ম্মে রত ছিল লোক, নাহি ছিল কোন শোক, দান্তভাবে অাছিল দানব ! সুর ঋষি বিপ্রগণ, সুখে ছিল সৰ্ব্বক্ষণ, দস্থ্যজন না ছিল ভুবনে । আপনার বাহুবলে, সসীগর ভূমণ্ডলে, শাসন করিল অযতনে। নৃপগণ যুডিকর, র্যারে সমৰ্পিত কর, কেহ আজ্ঞা নারিত লঙ্ঘিতে। র্ষর যশে সবিশেষ, পরিপূর্ণ সব দেশ, রাজাগণ গাইত সঙ্গীতে । এৰূপ প্রভাববান, ভাবে ইন্দ্র সমভান, পুণ্যবান রাজাধিরাজন। বিষ্ণুরাত অন্য নামে, খ্যাত এই তিন ধামে, কহিতেছে এ ঐ নারায়ণ ।