পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল । ৬৫ কেহ না হয় স্বতন্ত্র । ধন্য২ রমণীর উপদেশ মন্ত্র ॥ মহাকষ্টে প্রাণ মান করি পরিক্ষয় । ধন অভরণ আদি দিলে তুষ্ট হয়। নহে বলে নীমুখার কপালে পড়িয়া । চিরকাল গেল মোর কান্দিয়;২ ॥ পাড়ার বহুড়ি সুখে পরে আভরণ ! আমার নহিল কভু সে আশা পূরণ ॥ সধবার হৈল যদি বিধবার সাজ । পোড়ামুখ পতি বেঁচে থাকা কোন কায ॥ হোক মেনে যদ্যপি বৈধব্য দশ পাই । পরপতি ধরি মনে. বাসন পুরাই । কবি কঙ্গে ধনা কলি তোর বলি হারি। পুরুষে করিল ভেড়া যতকুল নারী। অথ পৃথিবীতে ভ্রীচৈতন্যবিতারের বিবরণ। ত্ৰিপদী এইৰূপে ধরাতল, ব্যাপ্ত হৈলে অবিকল, বেদ পথ হেরি লুপ্ত প্রায় । শ্ৰীনারদ তপোধন, পৃথিবী করি ভ্রমণ, দেখিলেন তাহ সমুদায়। একি ঘোর কলিকাল, পাতিয়াছে মোহজাল,বিনাশিতে বিবেক হরিণ। ভারত মরুকামন, দিয়া পাপ স্থতাশন, সেই দগ্ধ করে প্রতিদিন ॥ এৰূপ সুবিশঙ্কট, জীবের ঘোর শঙ্কট, কিৰূপে হইবে নিবারণ। বিন বিষ্ণুঅবতার, 3 \S)