পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&S) कजिकूङ्कश्ल। উপায় না দেখি সার, কেমনে তা হইৰে ঘটল । দেখেছি পুরাণ চাই, কলিতে কৃষ্ণের নাই, প্রত্যক্ষ ৰূপেতে অবতার। যদি ভক্তবেশ ধরি, অবতীর্ণ হন হরি, তবে হয় লোকের নিস্তার। এত চিন্তা করি মনে, উপনীত বৃন্দাবনে, নারদর্কুণ্ডের উপকূলে। শিরে পুটাঞ্জলি ধরি, ভক্তিভাবে নমস্করি, কৃষ্ণে স্তুতি করে নীপমূলে । তাহে তুষ্ট ভগবান,নারদে অভয় দান, করি কহিলেন র্তার প্রতি। ভয় তেজ মুনিবর, কলির কলুষভর, আমি বিনাশিব এসংপ্ৰতি ॥ গোড় দেশে আছে ধাম, ক্রল নবদ্বীপ মাম, সুরধুনী তীরে চমৎকার । তাহে বিপ্র অগ্রগণ্য, জগন্নাথ মিশ্র ধন্য, হব আমি তাহার কুমার। শচীনামে তার নারী, ভক্তিবশ হয়ে তারি, জনম লইয়া সে জঠরে। ধরিয়া সন্ন্যাসিবেশ, নিস্তারিব সব দেশ, নিজভক্তি উপদেশ ভরে | নারদে এতেক বলি, নিরস্ত করিতে কলি, জন্মিলেন আসি নদীয়ায় । হরিনাম সঙ্কীৰ্ত্তন, করিৰারে প্রকটন, ভক্তগণ সঙ্গে সমুদায়। কৃষ্ণভজ ক্লষ্ণগাও, কুপথে কেহ না যাও, কৃষ্ণৰাম জপ অনিবার। বিন কৃষ্ণ২ রব, কলির কলুষ সৰ, নিস্তারিতে গতি নাছি আর ৷ যোগষাগ ক্রিয়া যত, কলিতে হয়েছে হত, লুপ্ত হইয়াছে বেদপথ। যদি হবে ভবে পার, হরিনামকর সার, ইহা বিনা সকলি বিতথ। এইৰূপ উপদেশ, দিয়া ভ্ৰমি নানা দেশ, কৃষ্ণভক্তি