পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল। Nు:) আসি জন্মিবে এবে ভারত ভিতরে। পূৰ্ব্বে ঐঞ্চষভদেব ব্রহ্মজ্ঞানী হয়ে । আচরিলা যেই কৰ্ম্ম অবনীতে রয়ে ৷ তদাভাস শিক্ষা করি সেই এ কলিতে ! অৰতীর্ণ হবে আমি ভয় কি বলিতে। তার উপদেশে ক্রমে এই বঙ্গদেশ ; তোমার আনন্দকর হইবে বিশেষ ॥ নবাগণ তার উপদেশ অনুসারে । শোচ আদি ত্যাগ করিবেক একবারে ॥ দেব দ্বিজ ে পথ করিবে দূষিত। হইবে ভারত রাজ্য পাষণ্ডে ভূষিত। অধিকন্তু বিধবা বিবাহ আয়োজন । তাহ হইতেই বহু হইবে ঘটন। কালেতে ঈশ্বর ইচ্ছাবশতঃ সে কায । অমায়াসে প্রবেশিলে ভারত সমাজ । সেই দ্বারে ভূমিতল তেজিয়া শ্ৰীহরি ; অন্য দেব মূৰ্ত্তিসহ করবে শ্ৰীহরি ॥ সতীচ্ছতা নিবারণ করেবেক সেই । তব অধিকার বৃদ্ধিহেতু আছে এই ॥ তুমিতাহে আনুকূল্য করিব বিশেষ। যাহে স্বেচ্ছ চারী হয় ভারত প্রদেশ ॥ তব প্রতি শিবআজ্ঞা আছে পূৰ্ব্বাপর। গোড় দেশে নিজ নামে করিতে নগর। তাহাতে বিলম্ব আর উপযুক্ত নয় । করহ প্রযত্ন যাতে শীঘ্ৰ সিদ্ধ হয়। তাহে মায়ামোহ দলে করিলে স্থাপন । অনায়াসে সৰ্ব্বদেশ হইবে শাসন ॥ আর এক পরামর্শ আছে মহারাজ। বিষ্ণু ভক্তি যাহাতে তেজিবে এসমাজ ॥ প্রথমে কৰ্ত্তব্য হয় সেই অনুষ্ঠান। তাহতে পাইবে তুমি অশেষ