বিষয়বস্তুতে চলুন

পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૦ কলিকুতুহল। কল্যাণ ॥ রমণীয় আছে এক তাহার উপায়। কুল ধৰ্ম্ম যদি বিষ্ণুভক্তি পথে যায়। তবেই উভয় ধৰ্ম্ম ভ্ৰষ্ট হয়ে সবে যথেষ্ট্যচরণ তারা করিবে এভাবে ॥ ইহাতে প্রযত্ন যাহা করিবারে হয় ? মহারাজ বিবেচিয়া কর সমুদায় । মঞ্জিবাক্য শুনি কলি হয়ে হৃষ্ট মন । ক্রোধপ্রতি দিগ্বিজয়ে করে আজ্ঞাপন ॥ অথ ক্রোধের দিগ্বিজয়ার্থ দ্বেযদস্তুকে প্রেরণ। লঘু ত্রিপদী। কলিঅজ্ঞাপন, পাইয়া তখন, ক্রোধ কক্ষে দস্তু দ্বেষে । ওহে বীরদ্বয়, দোহে এসময়, যাত্রা কর গৌড়দেশে ॥ করি রণসজ্জা, নিবারহ লজ্জা, জয় কর শক্রদলে । যেন ধৰ্ম্মসৈন্য, সবে পেয়ে দৈন্য, নাহি রহে ভূমিতলে ৷ শুনি দ্বেষদম্ভ, সঙ্গে মান স্তম্ভ, অবিলম্বে করি সাজ । আসি গোড়দেশে, অমনি প্রবেশে, নদীয়া সমাজ মাঝ ॥ পণ্ডিত নিকরে, আগে আসি ধরে, তাহে তদধীন হয়ে | যত ধীরগণ, দম্ভে নিমগন, দ্বেষ করে ধৰ্ম্মলয়ে ৷ বলে একি দায়, দেখি নদীয়ায়, যত বেটা অধঃপেতে । তেজি ধৰ্ম্ম কৰ্ম্ম, লজ্জা ভয় শৰ্ম্ম, রহে হরিনামে মেতে। নাহি বুঝা