পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল। । ○ অথ মুনিগণের নিকট রাজার প্রশ্ন । পয়ার । এক দিন নৃপমণি নিজ নিকেতনে বসিয়া আ. cছন রত্নময় সিংহাসনে ॥ পাত্র মিত্র বন্ধু পুরোহিত ভৃত্যগণ । মুনি ঋষিসমূহে সেবিত সৰ্ব্বক্ষণ ॥ পুরট সুন্দর-দ্যুতি অতি শোভমান । সুর সিদ্ধগণে বৃত যেন মরুত্বান । শিরে শোভে শ্বেত আতপত্র মনোহর। পূর্ণচন্দ্র উদয়েতে যেমন অম্বর । যাহ। দেখি অন্য নৃপছত্র শতদল ৷ তখনি অমনি হয় আপনি কুটুলে ॥ ধবল চামর যুগ্ম মুহুরান্দোলয় । সুমেরু শিখরে যেন চরে হংসদ্ধয় ॥ স্তুতি বন্দিগণে ঘন করে স্থতি পাঠ । সম্মুখে স্বশ্লোক গান করিতেছে ভাট ৷ কালান্তকালের প্রায় যত বীরগণ । নিকটে নৃপতি আজ্ঞা করে প্রতীক্ষণ ॥ নানাদিগ দেশহৈতে রাজাগণ আসি । পুরস্কার করে নৃপে দিয়া রত্নরাশি। হয়েছে তখন কলিযুগ সমাগত । প্রজার আচার ক্রমে করেছে ব্যাহত ৷ তাহে নান৷ বাদ প্রতিবাদে যুক্ত জন। নিজ অভিযোগ নৃপে করে বিজ্ঞাপন । নৃপমণি জানি সেসবার সেই রীত । ভাবেন কি জন্যে হেন হেরি বিপরীত। মম রাজ্যে প্রজাগণ ছিল ধৰ্ম্মে রত। অকস্মাৎ কেন এবে দেখি ক ই