পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকুতুহল। b) শুনি অশনি, লজ্জা পেয়ে না রয় ভূবনে ॥ পশ্চিমদিগেতে গঙ্গ, ৰিপুলতর তরঙ্গা,কল কল রবে ধাবমানা। বোট বজরা ইষ্টমর, রয়েছে তার উপর, পিনাস জাহাজ আদি নানা । এইৰূপ মনোহর, নিৰ্ম্মাণ করি নগর, কলিকৰ্ত্ত বলি রাখে নাম । গুণনিধি কহে সার, কলি তব এইবার, পরিপূর্ণ হবে মনস্কাম । অথ মায়ামোহ চরের প্রতি রাজ্যভারাপণ পয়ার | এইৰূপে কলিরাজ স্থাপিয়া নগর । মায়া মোহচরে রাজ্য দিল তার পর। বিষকুম্ভ পয়োমুখ সেই সভ্যজাতি । প্রকারে প্রজার দ্রোহ করে নানাজাতি । লইতে প্রজার ধন নাহি করে বল। অথচ সৰ্ব্বস্ব লয় করিয়া কৌশল । যে দেশে যতেক হয় লোভের সঞ্চার। সে দেশে ততই দুঃখ বাড়য়ে সবার। তার মুল হয় কুট বাণিজ্য করণ। রাজার উচিত যাহ। করা নিবারণ। তাছা দূর পরাহত করি নিজে ভূপ । কূট ব্যবসায় সদা করে নানাৰূপ। কাষ্ঠ লোষ্ট্র কুস ফাস দিয়া নানামত । বদল করিয়া ধন লয় কতশত ।