bペ কলিকুতুহল। বিলাতী দ্রব্যের চাকচৈক্যে অনিবার । লইতে বাসনা তাঙ্ক। নাছি হয় কার। ষে দ্রব্যতে যত লুক হয় যার মন। সে দ্রব্য লইতে তার তত আকুঞ্চন । অথচ না থাকে ধন যদ্যপি তাহার। তবে সেহ করে নানামত কদাচর। চৌর্য্য হিংসা প্রবঞ্চনা শিখে সেই দ্বারে। কূট বাণিজ্যের ফল এইত সংসারে । মদ্য পান প্রজাদের হানিকর হয় । লজ্জা ধৰ্ম্ম ধন মান যাতে পায় ক্ষয় ॥ নির্ধন হইয়া যেই মদ্যপান কৃরে। পূৰ্ব্ববৎ অপকৰ্ম্ম শিখে সেই নরে। হেন মদ্য রাজ নিজে করিতে বিক্রয় । স্থানেই করেছেন মদিরী আলয়। বেশ্যাসঙ্গ হয় নানা কুকৰ্ম্মের মূল। সেই বেশ্যাবৃদ্ধিপ্রতি রাজা অনুকুল । নারী যদি কুপথেতে করয়ে গমন । রাজার উচিত তারে করিতে শাসন ॥ তাহা কোথা বরঞ্চ রমণী যদি কয় ! পতিগৃহে থাকিতে আমার মন নয়। তবে তারে আজ্ঞাদেন করিতে কসব। এরাজর সুবিচার এইৰূপ সব ॥ যেদেশে বেশ্যার যত যত বৃদ্ধি বটে । সেই দেশে তত তত অমঙ্গল ঘটে। বেশ্যার সন্তোষহেতু বেশ্যাপ্রিয়জন। বিবিধ কুকৰ্ম্মে করে ধন উপাৰ্জ্জন। চৌর্য্য দস্থ্যবৃত্তি প্রবঞ্চন। মিথ্যাবাদ । বেশ্য সেবাহেতু ঘটে এসব প্রমাদ। এদিগেতে শান্তিরক্ষাহেতু আঁটাঅঁটি। নারিকেলস্বকৃ খাওয়া যেন ফেলে আঁটি। “সাপ হয়ে খায় নিজে রোঝা হয়ে ঝাড়ে। হাকিম্
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৮৭
অবয়ব