কলিকুতুহল। yNరి হয়ে হুকুম দেয় প্যাদা হয়ে মারে। আপনিই পাতড়া পাতড়ী আপনি পূজ্য শিলা । ত্রিভঙ্গ হয়ে মুরুলী বাজায় কে বুঝে তার লীলা ॥” কলি যারে রাজ্য দিল সে কলুষকলি । পুরিবে মনের সাধ ইহাতে সকলি । ভারত সাম্রাজ্য পেয়ে মায়ামোহচর। ভাবে কিসে হবে ধৰ্ম্মভ্রষ্ট সব নর ॥ আনিতে উচিত হেথা মিসনরীগণে । কিন্তু পাছে প্রজাসব বিপক্ষত গণে ॥ অতএব লাঠী দিয়া খেলাইয়! সাপ । নিবাইৰ মনের উদ্বেগ কুসন্তাপ । এইহেতু দেশে যবে আসে মিসনরী। অজ্ঞা দেন তাসব রে ভাস!ইতে তরী। মিসনরীগণ অতি সুচতুর হয় । নৃপভির ভাব তার বুঝে সমুদয়। এই লাগি জানি তারা ভিন্ন অধিকার । শ্রীরামপুরেতে বাস করিল প্রচার । সেকালেতে সেই পুরে দিন মারগণ । কেল্লা করি করে প্রজাগণের শাসন ॥ তাহদের সমাশ্রয় লয়ে মিসনরী। অারম্ভিল ধৰ্ম্মরুষি মার্সমেন কেরী। হাটে মাঠে যিশুবীজ করিতে বপন নিযুক্ত হইল যত প্রভুদূতগণ ॥ মালা মাজী হাড়ী ডোম আদি জাতিগণে মজাইল লোভ ক্ষোভ দেখায়ে যতনে ৷ তদ্রহ লোকসছ ধর্মের বিচার । করিয়া ৰ পায় তাহৈেহতে সুনিস্তার। নীচজাতি তুল্য তারা মুখ নাহি ছিল। এহেতু ভদ্রের কিছু করিতে নারিল । তথাপিও নাহি ছাড়ে কাছিমা কামড় ।
পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/৮৮
অবয়ব