পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবারও উঠেন নাই, বসেন নাই, কোন কথা কহেন নাই, কাহারও দিকে তাকান নাই, এমন কি স্বয়ং রাজ্যেশ্বর সম্মুখে উপস্থিত হইয়া প্রশ্নদি করাতেও কোন উত্তর প্রদান করেন নাই ৷ শীত, ছিম, রৌদ্র, বৃষ্টি, ধুলি, কদমের মধ্যে একাবস্থায় ধার-স্থির ভাবে অবস্থান করতঃ বিলক্ষণ দ্বন্দ্বদহিষ্ণুতার পরিচয় দিয়া অল্পদিন হইল সন্ন্যাসী তনুত্যাগ করিয়াছেন । জীবিতকালে প্রত্যহ প্রাতে ও সন্ধ্যায় সহস্ৰ সংস্ৰ লোক ইহাকে দণ্ডবং করিতে হাসিত । ( 3 ) পঞ্জাবের অন্তর্গত অমৃতসর নগর শিখদিয়ে প্রধানতীর্থ গুরুদ্বারার জন্য বিখ্যাত। তথায় সৰ্ব্বদা বহুবিধ সাধু-সন্ন্যাসীর সমাগম হুইয়া থাকে ; ওমান সাহেব বলেন --১৮৯৮ খৃষ্টাব্দে যখন জলন্ধর-প্রদেশে ভয়ঙ্কর প্লেগের প্রাদুর্ভাব, তখন পূঞ্জাবময় একটা ঘোর বিভীষিক উপস্থিত হয় ; রোগের প্রভাবে যত না হউক সরকারী বন্দোবস্তের মতাচারের ভয়ে প্রজাকুল আকুল হইয়াছিল । সেই সময় অমৃতসরে একজন সাধু আসিয়া নগরের বাহিরে কোন সরোবরতীরে আসন স্থাপন করত; সৰ্ব্বসাধারণের মধ্যে প্রকাশ করেন যে, অমৃতসরে র্যাহাতে প্লেগ না আসিতে পারে তজ্জন্ত তিনি তথায় উপস্থিম্ভ ; অতএব প্রত্যহ দীন দুঃখীদিগকে পরিতোষপূৰ্ব্বক ভোজন করান হউক । যেহেতু উহাই তাহার মতে প্লেগামুরের হস্ত হইতে রক্ষা পাইবার প্রকৃষ্ট উপায়। র্তাহার উপদেশানুসারে কার্য্য হইয়াছিল এবং অমৃতসরে প্লেগ প্রবেশ করিতে পারে নাই ।