পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ه را o উনবিংশ শতাব্দীর উজ্জলালোক প্রাপ্ত শ্বেতাঙ্গপুরুষের এরূপ বাতুলের অভিসম্পাত একদম্‌-হুটু করিতে বাধ, সুতরাং নিরুদ্বেগে বাংলা নিৰ্ম্মিত হইল । পরস্তু অত্যন্ত্রকালমধ্যে আফিসরদের এক জন পোলো-খেলায় ঘোড়া হষ্টতে পড়ির পঞ্চস্থ প্রাপ্ত হইলেন। দ্বিতীয় ব্যক্তিও তাহার কিছুদিন পরে ঐ প্রকারে ঘোড়া হইতে পড়িয়া মারা যান এবম্বিধ দুর্ঘটনাৰ্দ্ধঃ iার চিত্ত বিচলিত হওয়ায় তৃতীয় ব্যক্তি ছুটি লইয়। বিলাত যাত্রা করেন । বিদায়কাল ফুরাহলে তিনি ভারতে প্রত্যগমনান্তর নৌকাডুবিতে গঙ্গাগর্ভে সমাহিত হন। বজাতে দুষ্ট ন সাহেব ছিলেন, স্তন্মধ্যে ইনি বিলক্ষণ সঞ্জরণপটু থাকা সত্ত্বেও " রাইলেন ; অপর ব্যক্তি সাতার মোটেই জানিতেন না বলিলেও চলে, অথচ তিনি রক্ষা পাইলেন। অবশেষে পরবর্তী বর্ষাকালে ভয়ানক বস্তু আসিয়া ভাগীরথীতীরস্থ বাংলাটী জাহ্নবীজলে ভাসিয়া গেল । ফকিরের কথ সম্পূর্ণ হুইল +

  • Poło f এসব ত গেল গ্রন্থগত সম্বাদ --বৰ্ত্তমান সময়ে কলিকাতা মহানগরীতে ੋਕ এক শ্রেণীর লোক আছেন, যাহার অতীন্দ্রিয় শক্তিসহকারে বহুতর 'अङ्कङ সেবাসাহায্যের কার্য্য দ্বারা দুরন্থ নিকটস্থ গ্ৰন্থ বিপন্ন ব্যক্তিগণের মহোপকার সাধনু করিতেছেন ; অথচ কেহ তাহাদিগ৫ে জানে না, চিনে না, তাছাদের কোন প্রকার খোজ খবরও রাখে না। একজন বাঙ্গালী যুবকে আমরা জানি, যিনি সন্ত্রীক নামে চারি টাকা মাত্র ব্যয়ে দৈনিক-ক্সাহারের কাব্য সমাধা করেন ; পরন্তু উাহাকে সময়ে সময়ে এক থোকে পাচ সাত হাজার টাকা দিয়া সঙ্কটাপন্ন লোককে উদ্ধার করতে দেখা গিয়াছে । ই স্থার পরার্থপরত। ও পরদুঃখ কাতরতার নিকট স্বগীয় বিদ্যাসাগর মহাশয়ও পরাস্ত वजिल्ला भन्न