পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । · জান হে বিশ্বের স্বামী ! চলে বিশ্ব কোন মন্ত্র বলে । অদ্য যে রাজ্যাধিকারী কল্য সে পথ ভিখারী, এ সকল ঘটে কি কৌশলে । আর্য হস্ত হ’তে ল’য়ে মুসলমানে রাজ্য দিয়ে দেখাইলে কি আশ্চর্যা লীলা : বানরে গীত গাওয়া’লে, জলে শীলা ভাসাইলে, বল তব এ সব কি খেলা ? নিরীহ শান্ত আর্য্যেরে সঁপিলে মোসলেম-করে বল কোন পাপের ফলেতে ? দেখা’লে আশ্চৰ্য্য কাণ্ড অবাক হ’ল ব্রহ্মাণ্ড, নিলে পুনঃ এক মুহূৰ্ত্তেতে । আর্য্য সাম্রাজ্যের তরে কত রাজা কত ক’রে কিছুতেই পাইল না হাতে, (শেষে) অনায়াসে পেলে তারা কখন ভাবেনি যারা, 縣