পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । দলে-দলে আর্যস্থতে নূতন ধৰ্ম্ম ভজিতে প্রস্তুত হইল সবে বিনা-আপত্তিতে। “শ্বেতচৰ্ম্ম-রাঙ্গামুখে বিড়ালের-মত-চোখে কত ভেল্কী জালে এরা, কে করে গণনা ? “সাহেব সাজা’বে সবে, চিরতুঃখী মোরা ভলে, চল যাই ঘুচে স্বাবে সকল যন্ত্রণা । “ইংরাজের খান খা’ব, বিলাতী পোষাক প’ল, কৃষ্ণকায়া ঢেকে বাবে কোটু-পাণ্টলুনে। “শোলা-টোপ মস্তকেতে, বুট-জুতা চরণেতে, সৰ্ব্বদা সাহেী-বুলি বলিব বদনে ।” এতবড় প্রলোভন কি প্রকারে সম্বরণ কলা-অাদী করে বল দরিদ্র-দুর্বল ? কু-আশার কুয়াসায় (কত ) বড়-লোকে মারা যায় ; তামরা ত অপদাৰ্শ্ব-অসার-তরল !