এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
8br কলিযুগ । ংসারের মরু হ’তে, রক্ষা পে’তে বিটপীর আশ্রয় লিলে ৷ প্রেমপিপাসায় তা’র, হ’য়ে সারা , ছুটে এ’ল গাছের তলে । তৃপ্তি পাইল হেরে বৃক্ষোপরে নবীন-শাখা-পুষ্প-ফলে ॥ . দেখে তা’য় নয়ন জুড়ায়, তাপ দূরে যায়, পত্র, শাখা, কাঞ্চ, লুলে । ঝরে তা’য় বিমল সুধা, তৃষ্ণা-ক্ষুধা দুরেতে যায় পাস করিলে ৷ ভক্ত তা’র ফল খেয়ে, সুধা পিয়ে, $ প্রাণে অমরত্ব পেলে । হ’ল সব রসের-সাগর, প্রেসের-মাগর প্রেমেতে জগৎ মা",ালে ৷ নাশিল বৈষম্য ভাব, জ্ঞানের-সভাব ডুবা”য়ে প্রেম-নদীর-জলে। দা’ড়াল পাগল হ’য়ে, কোপীন ল’য়ে, তুচ্ছ বিভব পায়ে ঠেলে ॥ । জ্ঞালে ভক্তিকে পেয়ে, ভক্তি ল’য়ে জ্ঞানের সঙ্গে মিলাইলে । তা’র সব বিজ্ঞানেন্তে প্রেম এ’নে প্রেমেতে বিজ্ঞান দিলে ।