পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ર কলিযুগ । অনন্ত প্রেম-জলধি, নাই অবধি, ফুরা’বে না কোনকালে । নাহি দেশ-কালের অন্ত, সব অনন্ত, ভাসিবে অনন্তকালে ৷ কর দেশ-কালের পূজা, দেখ মজা ভাবিয়ে বসি বিরলে ; সংসারের আঁধার ঘাবে, আলো’ পাবে, জ্ঞানের বাতি হৃদে জ্বে’লে ৷ জ্ঞানেতে প্রেম পাবে, গ’লে যাবে, ভক্তি আসবে করতলে । ভক্তিতে ভক্ত হ’বে, লুটাইবে যত ভক্তের পদতলে | তখন আর রাধাকৃষ্ণে নিন্দিবে না অসতী-লম্পট ব’লে । দেখিবে, প্রেমামৃত, অবিরত, কোমৎ-ব্যাস উভয়ে ঢালে | ব্রজে কৃষ্ণের খেলা, প্রেম-লীলা, - প্রেম ভাসে যমুনার জলে । গোপিগণ প্রেমিক-সুজন, দিবানিশি কৃষ্ণপ্রেমে ছিল গ’লে | বৃন্দাবন নয় শুধুবন, প্রেমেরি বন, প্রেম-গাছে প্রেম-পার্থী বলে