পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ। 沙载 এই ভাবে বহু লোক বহু কথ! করিল প্রচার, যা’র যা আইল মনে নাহি বোধ নাহিক বিচার । কেবল কথায় নহে শেষ, উপদ্রব কত না করিল, গুরুতর অপরাধ কত মহাত্মার স্বন্ধে আরোপিল । আশ্রিত-পালিত এক দম্পর্তী অতীব দুৰ্জ্জন કક ঈম্যাবশে মাত্র ষড়যন্ত্র গড়িল ভীষণ * কৃতঘ্নতার পরাকাষ্ঠা দেখাইল, বিবিধ কৌশলে সাজাইল, রটাইল কুৎসা কত নানা-ছলে-বলে ! মিথ্যাকথা কভু জয়ী নাহি হয় চিরকাল-তরে,

  • কুলোম্ব ( Coulomb ) নামক দম্পতী বহুদিনের পরিচিত ; দুরন্তু জানিয়াও ব্লাভাস্কি তাহাদিগকে আশ্রয় দেন । ইছারাই খ্ৰীষ্টান পাদরীদের যোগে এক ষড়যন্ত্র করে । ।