পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্তে আগমন। >(?) আমার বংশে যে সকল গোয়াল বা বৈষ্ণর অথবা রজপুত ব: মৎস্য কিম্বা বরাহ কি কুৰ্ম্ম প্রভৃতির যে সকল মহাপুরুষগণের ੋ গতি হয় নাই তাহদের জন্য এই পিণ্ডার্পণ করিলাম। আমার করে* , , , তারের বন্ধুগণের বংশে, আমার বংশে, মাতামহের বংশে, প্রতিবেশীর বংশে, এবং গ্রামের লোকের বংশে যাহারা মাতৃগর্ভে, অগ্নিদাহে, সর্পাঘাতে, চোর ডাকাতের হাতে, জলমগ্ন হয়ে, ঘর চাপা পড়ে, ব্যাঙ্ক" পশুগণের শৃঙ্গে, বৃক্ষ হতে পতিত হয়ে, কুকুর শৃগালের । আফিং কিম্ব বিষ ভোজনে, চুরি ও দড়ি গলায় দিয়ে, আকালে ন পেয়ে অথবা যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ ত্যাগ করে থাকেন, তাহদের উদ্দেশে’ পিণ্ডার্পণ করিলাম। আমার বংশে যদি কোন স্ত্রীলোক একাদশীর দিন ক্ষুংপিপাসায় কাতর হয়ে, প্রদব বেদনার যন্ত্রণায় স্থতিকাগুহে অথবা স্বামিবিয়োগে কাতর হইয়। চিতারোহণে প্রাণত্যাগ করিয়া থাকেন, তঁ হাদের উদ্দেশে পিণ্ডদান করিলাম। আমার বংশে যদি কেহ নরকে থাকেন, পশুপক্ষিযোনি প্রাপ্ত হইয়া থাকেন অথবা ভূত প্রেত হইয়া পৃথিবীতে পরিভ্রমণ করেন, তাহদের উদ্দেশে পিগুপণ করিলাম। আমার শ্বশুরকুলে, গুরু ও । পুরোহিতকুলে, পাড়ার লোকের কুলে, চাকরচাকরাণীকুলে এবং তঁাহাদেরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও গ্রামস্থ কুলে যদি কেহ নরকে থাকেন, সকলের উদেশে পিণ্ড প্রদান করিলাম। আমার যে সকল ভ্রাতা ভগ্নী কংসকর্তৃক অসময়ে স্থতিকাগৃহে প্রাণত্যাগ করিয়াছেন, আমার যে সকল গোরু বৃন্দাবনের মাঠে, যে সকল বানর লঙ্কার সমরক্ষেত্রে, যে সকল বন্ধু কুরুক্ষেত্রের দুৰ্জয় সমরে প্রাণত্যাগ করিয়াছেন, তাহদের জন্য পিণ্ডদান করিলাম। মা ! তোমরা আমাকে গর্ভে ধরে অনেক কষ্ট পেয়েছ। মাটীতে আসন পেতে গুয়ে দশ মাস পর্য্যন্ত উপাদেয় খাদ্য ফেলে কেবল পোড়া মাটী থেয়েছ। মা ! প্রসব বেদনার সময় স্থতিকঘরে কত কষ্ট সহ্য করেট। প্রসবের পর তিন দিন উপবাস করে তীব্র অগ্নির দ্বারা নিজ শরীর শোষণ ও কটু দ্রব্য পান ভোজন করেছ। মা ! তোমরা কোন ভুলভ দ্রব্য হন্তে পেয়ে বদনে দেবার উদ্যোগ করচে এমন সময় ছুটে গিয়ে কেড়ে খেইচি দেখে অন্তরের ক্লেশ অস্তরে গোপন করে সন্তোষ দেখায়েছ । বাল্যাবস্থায় কোলে শয়ন করে কত মল মূত্র পরিত্যাগ করেছি,আদ্র ও নিষ্ঠালাগা বস্ত্রে কোন কষ্ট বোধ না করে, রজনীতে নিদ্রা গিয়াছ । আমার গা তপ্ত হলে নিজে উপবাস