পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XసిY9 কল্পক্রম । রাজার বিবরণ দৃষ্ট হয় না। কালণ পণ্ডিত অতি প্রাচীন রাজাদিগেরও বিবরণ লিখিয়াছেন কিন্তু তিনি সংবৎপ্রবর্তক বিক্রমাদিত্যের নামোল্লেখও করেন নাই। ইহার কিছু কারণ আমরা বুঝিতে পারিলাম না । জ্যোতিৰ্ব্বিদাভরণ নামক কালবিধান শাস্ত্রের মতে এই রাজার সভায় কবিবর কালিদাস উপস্থিত ছিলেন – - শঙ্ক দিপণ্ডিতবরাঃ কবয়ম্বনেকে জ্যোতিৰ্ব্বিদঃ সমভবংশ্চ বরাহপূর্বাঃ । খ্ৰীবিক্রমস্য বুধসংসদি প্রাজ্যবুদ্ধে স্তৈরপ্যহং নরসখঃ কিল কালিদাসঃ ॥ ১৯ ॥ শঙ্কু আদি পণ্ডিতগণ, অনেক কবি, জ্যোতিৰ্ব্বিদগণ, এবং বরাহ উপস্থিত ছিলেন। বিক্রমাদিত্যের বুদ্ধগণ পরিবৃত সভায়, আমি কালিদাস —আমাকে সকলে আদর করিতেন এবং রাজার সঙ্গে আমার বন্ধুতা হইয়াছিল। জ্যোতিৰ্ব্বিদা ভরণের প্রারম্ভকাল এইরূপে নির্দেশ করা হইয়াছে,— বর্ষেসিন্ধুরদর্শনাস্বরগুণৈর্যাতে কলেীসংমিতে মাসে মাধব সংজ্ঞিতেইত্ৰ বিহিতো গ্রন্থক্রিয়োপক্রম: ॥ ২১ ॥ আমি ৩৩ ৬৮ কলিগতাব্দে চৈত্র মাসে এই গ্রন্থ রচনার উপক্রম করি । সম্প্রতি কলির গতাব্দ ৪৯৮১,অতএব ( s৯৮১-৩০৬৮ ) == ১৯১৩ বৎসর গত হইল কালিদাস জীবিত ছিলেন । কিন্তু জ্যোতিৰ্ব্বিদাভরণ প্রামাণিক গ্রন্থ নয়। ইহা আধুনিক কোন কালিদাসের বিরচিত হইবে । স্বনামের গৌরব বৃদ্ধির জন্য, তিনি আপনাকে ভুবনবিখ্যাত মহাকবি কালিদাস বলিয়া পরি: চয় দিতে উৎসুক হইয়াছেন এৰং সেই জন্য আপনাকে রাজা বিক্রমাদিত্যের সভাসদ বলিয়া নির্দেশ করিয়াছেন। কিন্তু কেবল তদীয় সভাসদ বলিয়া র্তাহার মনস্তুষ্টি সাধিত হয় নাই। বিংশতিতম শ্লোকে আবার ভালরূপে নিজ পরিচয় দিতেছেন-আমি প্রথমে রঘুবংশ প্রভৃতি তিনখান কাব্য রচনা করিয়াছি—(কাব্যত্ৰয়ং মুমতিক্লদ রঘুবংশ পূৰ্ব্বং ইত্যাদি ) । এতাদৃশ স্পষ্ট প্রমাণ সত্ত্বে ও আমরা জ্যোতিৰ্ব্বিদ্যভরণের প্রতি আস্থা প্রদর্শন করিতে পারিলাম না । স্বয়ং ঐ গ্রন্থই আপনাকে অপ্রামাণিক প্রতিপাদন করিতেছে । উহ্যর সপ্তদশ শ্লোকে লিখিত আছে—তিনি মহাসমুদ্রে রুমাধিপতি শকরাজাকে যুদ্ধে পরাজয় করিয়াছিলেন ইত্যাদি। উনবিংশতি বৎসর পূর্বে যে প্রশ্ন লিখিত হইয়াছে তাহাতে কম দেশের নাম থাকিতে পারে না । আল্প