পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালবিধবা ও তাহার মাত । ২৩৫ নয়নে যা দেখি দেখি সব অন্ধকার । শয্যা হতে উঠি হেন শক্তি নাই আর ॥ করেছি কি অপরাধ বল মা অামায় । কি দোষে ঘটালে বল বন্দীর দশায় ৷ বন্দী হেন সব কাজে পরের অধীন । কে বল ঘটালে হায় ! এমন দুর্দিন ॥ ইচ্ছামত নাহি পারি করিতে আহার । ইচ্ছামত নাই মম শয়নে বিহার ॥ এরূপ বন্দীর ভাবে রব কত দিন । যন্ত্রণ সহিব কত হয়ে পরাধীন ॥ কে রল স্বজিল এই কাল একাদশী । কোন দেশে কোন গ্রামে কোন স্থানে বসি । কে বল বিধবা মৃগী বধিবার তরে। পমুকে জুড়িল এই ঘোর মৃত্যুশরে । শুনিয়াছি ঋষিগণ পরম দয়াল । তা হতে হইল এই বিধান ভয়াল ॥ এ কি ভয়ঙ্কর কথা ! মুমূৰু সময় । যদি কভু বিধবার উপস্থিত হয় ৷ তথাপি তাহার মুখে নাহি দিবে জল । হেন বিধি দিল কোন পাষণ্ডের দল । এ যদি হইল ধৰ্ম্ম অধৰ্ম্ম কি তবে । এমন নিষ্ঠুর ধৰ্ম্ম নাহি দেখি ভবে। এই কি ধৰ্ম্মের মৰ্ম্ম এ কি ব্যবহার । क्र् उ ५द्रम् न्(प् द्र\श्न् एष्ttष्tद् \ যে দেশে বিরালে এই নিষ্ঠুর ধরম। সেথা যেন নাকি হয় নারীর জনম ॥ যেথা পুরুষের নাই দয়া মায়া লেশ । কেবল আপন মুখে পরম আবেশ ॥ নারীখে দুখ বোধ নারী মুখে মুখ ॥ যেখানে পুরুষে তার বিচারে বিমুখ ॥