পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুসমাজের বর্তমান শোচনীয় অবস্থা। ২৩৯ ঘনত্তর ঘন রবে, ঢাকিয়াছে শশধরে, কাজেই গগন-শশী অদৃশ্য এখন ! বিশ্ব-ব্যাপী অন্ধকার, শশধর নাহি আর, কাল মেঘে নীলাকাশ পূর্ণ অন্ধকার! এরূপ দর্শন করি, ভাবের লহরী মরি, মানস-সরসে উঠিল রে কতবার। ক্রমে মেঘ গেল চলে, থুরে শশী নভস্তলে, আবার শোভিল শশী গগনের ভালে, গেছে মেঘ আর নাই, আকাশে যে দিকে চাই, নদী-হ্রদে নাচে চাদ তরঙ্গের তালে। এই যে শশীটী ( ১ ) কাল আকাশের ভালে, আশর তরল ঘন, সঙ্গে চলে অমুক্ষণ, হাসিতে নাচিতে ক'ত সুখে তালে তালে । করিলেও,নিবারণ, নাহি তাহে দেয় মন, অসুক্ষণ যায় চলি মাতি মোহ-মদে, কিন্তু কাল জলপরে, যবে এই শশধরে, ধরিবে, লুকাবে শশী সে কাল জলদে ! ও চাদের মত আর, এ শশাঙ্ক পুনৰ্ব্বার, নাহি দেখা দিবে কাল আকাশের ভালে ! তরল মেঘের সঙ্গে, যত দিন রবে রঙ্গে, তত দিন দিবে দেখা নিত্য নিশাকালে ! ঐরামলাল চক্ৰবৰ্ত্তী । হিন্দুসমাজের বর্তমান শোচনীয় অবস্থার কারণ কি ? ( কল্পদ্রম তৃতীয় খণ্ডের তৃতীয় সংপ্যার ১৪১ পৃষ্ঠার পর ।) হিন্দু পুরন্ধী,গণের প্রতি সদ্ব্যবহার । নিতান্ত দুঃখের বিষয় যে,বর্ধমান হিন্দু সমাজ সাধারণতঃ হিন্দু ভামিনীগণের প্রতি যেরূপ সমাদর ও শ্রদ্ধা করা উচিত তাহা করেন না । এখন S kBB BDD BBBBBS tE S gg DDD DDD BBBBBD DDD DD भूमध्छौंनtनन बां*ानिशैनडt cनश्नईtडरइन ।