পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 २ . কল্পদ্রুম । আকাশের তারা গণিলে চলিবে না। আর শৃগালের ন্যায় মুখ চাওয়া চাহি ভাল দেখায় না। ঐ কুপ্রথা এতদিন গোপনে পালিত হইয়া এখন ভীষণ রাক্ষসী মূৰ্ত্তি ধারণ করিয়া অবোধ হিন্দু পিতামাতার দূষিত অপত্য-মেহের সমুচিত শাস্তি দিবার জন্য মুকুমারমতি অপরিণামদর্শী শত শত বালক বালিক জায়াপতিকে আজীবনের মত কাদাইয়াছে। তাহদের অসময়ের অঞ্চলের ধন কাড়িয়া তাহাদিগকে সংসার তুফানে বিপদগ্ৰস্ত করিয়াছে। তাহাদের শারীরিক ও মানসিক বল হরণ করিয়া তাহাদিগকে চিরর গ্র ও অকৰ্ম্মণ্য করিয়া সংসার-হাটে এক প্রকার সং সাজাইয়। রাখিয়াছে, তাহদের সুখ-স্বপ্ন ভাঙ্গিয়া দুঃখক্লেশে নিপাতিত করিয়াছে। যে সব কিশোরমতি বালক নিজ নিজ শরীর রক্ষা করিতেই অক্ষম, তাঙ্গদের দুৰ্ব্বল স্বন্ধে একটা বিপদ পূর্ণ সংসারের ভার দিয়া একটা অপরিচিত। বালিক পঞ্জীর শারীরিক মানসিক সাংসারিক এবং আধ্যায়িক উন্নতির জন্য দায়ী করা যে কিরূপ পাপ, তাহ মোহন্ধে জনক জননীর একবার দেখিয়াও দেপেন না, ভাবিয়াও ভাবেন না, বুঝিয়াও বুঝেন না । এই সব প্রত্যক্ষ মারাত্মক কুপ্রথা কণ্টক লতিকার ন্যায় অনেক অমূল্য জীবনকে দৃঢ় আচ্ছন্ন করিয়া জন্মের মত তাঁহাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক সুখ, পারিবারিক স্বচ্ছদে জলাঞ্জলি দিয়া এই নিবিড় সংসার গহনকে অধিকতর ভয়ানক দুর্গম করিয়া তুলিয়াছে। হয় । ঐ সব লতিকাজাত প্রস্থনরীজি আপাততঃ রম্য হইলেও শেফালিকা পুষ্পের ন্যায় উষার মুখস্পর্শ সুমন্দ মারুত হিপ্নোলে না দুলিয়া, না হাসিয়া, মানভাবে বৃন্তভ্রষ্ট হইয়া ধুলায় লুষ্ঠিত হইয়া থাকে ! ! হে শোককাতর বঙ্গীয় যুবক যুবতীগণ ! হে হিন্দুজনক জননীগণ! একবার নিজ নিজ দগ্ধ বক্ষে হস্ত দিয়া দেখ অনুতাপাগ্নি জলিতেছে কি না ? উহ। fক নিৰ্ব্বাণ হইবার নয় ? উহা যে কেবল তেমাদিগকে বিষণ্ণ ও শ্ৰীহীন রিয়াছে এমন নহে, উহা দাবানলের ন্যায় এই শুষ্ক কণ্টকিত হিন্দুসমা জারণ্যকে এতাবৎকাল দগ্ধ করিয়া অঙ্গরিবৎ করিয়া তুলিয়াছে। হিন্দুসমা জের সোণার বর্ণ এমন মলিন হইল কেন ? “ ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ “ হিন্দুসমাজ অচিরকাল মধ্যে ভস্ম মাখিয়া গৃহশূন্য পথের ভিখারী হইল কেন ? হায়! এই দাবদাহ হইতে যে সব ঘোর ধূমস্তস্ত বিদগ্ধ সমাজবক্ষ চইতে উদ্ধে উখিত इहे८ठरछ, फेश कि cगई भत्रण निनान भशरमददब दरब cमषमाणान्न *ब्रिनङ হইয়া বজধানিতে অবোধ হিন্দুসমাজকে ভৎসৰ্না করিতে করিতে উহার দীপ্ত